Breaking News
Home / পীর ও মুর্শিদ / শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা

শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা

(মুসলিমবিডি২৪ডটকম) শায়খ পীর ও মুর্শিদের তারবিয়াত ও ছোহবত এর প্রয়োজনীয়তা

পীর ও মুর্শিদের ছোহবত এর প্রয়োজনীয়তা

আমাদের দেহের যেমন রোখ-ব্যাধি রয়েছে, তেমনি অন্তর তথা কলবের ও রয়েছে বিভিন্ন রোগব্যাধি।

দেহের রোগ-ব্যাধি থেকে আরোগ্য লাভ জন্য আমরা বিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হই।

চিকিৎসক যে , পথ্য ও ব্যবস্থা দেন আমরা পূর্ণ যত্নের সঙ্গে তা মেনে চলি এবং সুস্থতা ও স্বাস্থ্য লাভ করি।

দেহের রোগ-ব্যাধির জন্য যেমন চিকিৎসক রয়েছেন তেমনি কলব তথা হৃদয় ও আত্মার রোগ-ব্যাধির জন্য রয়েছেন সুবিজ্ঞ রূহানী চিকিৎসক বা শায়খ, পীর মুর্শিদ।

তিনি ের কলব এবং হৃদয় ও আত্মাকে দীর্ঘ চিকিৎসার মাধ্যমে ব্যাধিমুক্ত করেন।

দীর্ঘ দীর্ঘ রিয়াযাত-মুজাহাদার মাধ্যমে তিনি মানুষের নফসের ইছলাহ ও সংশোধন করেন।

রোগ ও রোগীর অবস্থা শায়খ ও মুর্শিদ যাকে যেমন প্রয়োজনীয় আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত করেন,

যাতে কলবের তাযকিয়া হাসিল হয় এবং ইহসানের হালত পয়দা হয়। আমাদের প্রত্যেকেরই কর্তব্য অন্তর্দর্শী শায়খের সন্ধান করা

এবং নফসের ইছলাহ ও কলবের তাযকিয়ার জন্য তার ছোহবত ও তারবিয়াত গ্রহণ করা।

কারণ নফসের ইছলাহ ও কলবের তাযকিয়া তথা ইহসানের মাকাম হাসিল করা ছাড়া নাজাত ও র আর কোনো পথ নেই। তাই কুরআনে ইরশাদ হয়েছে-

قد افلح من زكه‍ا، وقد خاب من دسه‍ا.

(অর্থ) সেই সকাম হবে যে নিজের তাযকিয়ার ব্যবস্থা করেছে, আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করেছে।

আরো ইরশাদ হয়েছে-

قد افلح من تزكى، وذكر اسم ربه فصلى.

(অর্থ) অবশ্যই সফলকাম হবে যে তাযকিয়া ( আত্মশুদ্ধি) অর্জন করে, এবং আপন প্রতিপালকের নাম স্মরণ করে, আর করে।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Powered by

Hosted By ShareWebHost