Breaking News
Home / মুহাররম ও আশুরা / মুহাররম মাসের ফজিলত

মুহাররম মাসের ফজিলত

() মুহাররম মাসের ফজিলত

মুহাররম মাসের ফযীলত

,, সম্মান, মর্যাদা ও বরের দিক থেকে মুহাররম মাস বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি মাস।

এ কারণেই ইসলামের শুরুর জামানায় মুহাররম মাসের সম্মা্থে এ মাসে যুদ্ধ মারামারি নিষিদ্ধ ছিল। কুরআনে এরশাদ হয়েছে,

قل قتال فيه كبير.

(অর্থ) আপনি বলে দিন এ মাসে যুদ্ধ করা বড় গুনাহ

এ মাসকে সম্মানিত মাস বলে গণ্য করা হয়েছে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,

ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السموات والارض منها اربعة حرم

(অর্থ) নিশ্চয় নিকট মাস গণনার সংখ্যা বারটি….. এর মধ্যে চারটি সম্মানিত।

আবু বকর সিদ্দিক রাঃ এর সুত্রে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

( আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাস গণনা করা হয়। বার মাসে এক বছর হয়। তার মধ্যে চারটি মাস সম্মানিত।

তিনটি ধারাবাহিক মাস অর্থাৎ জিলকদ, জিলহজ, ও মুহাররম। আরেকটি হলো রজব মাস যা জামাদিউস সানী ও শাবান মাসের মধ্যবর্তী মাস।)

আরো পড়ুন 👉👉  সূরা মুলক এর ফজিলত সমূহ, কুরআনে করীম তেলাওয়াতের আদব ও ফায়দা

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাররম মাসের কিছু বিদআত ও কুসংস্কার

মুহাররম মাসের কিছু বিদআত ও কুসংস্কার

(মুসলিমবিডি২৪ডটকম) মুহাররম মাস ও আশুরাকে ঘিরে যে সমস্ত বিদআত ও কুসংস্কার মুহাররম মাস একটি বরকতপূর্ণ …

Powered by

Hosted By ShareWebHost