Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / রেফার করলেই টাকা

রেফার করলেই টাকা

() টিকটক(Tiktok)ব্যবহারের প্রবণতা ও ক্ষতি

টিকটক (Tiktok) রেফার প্রবণতা ও ভয়াবহতা

আইডি রেফার করলেই পেয়ে যাচ্ছেন টাকা!

যত বেশি রেফার তত বেশি টাকা!

শুনতে খুব চমৎকার লাগছে তাইনা?

 

লাগবেনা কেনো! সামান্য একটা আইডি রেফার করলেই তো পেয়ে যাচ্ছি নগদ টাকা!

 

আর কোনো ভাবে এত সহজেই টাকা ইনকাম করা যায় নাকি !?

 

কিন্তু থামুন! কিসের আইডি রেফার করছেন ভেবেছেন একবারো? টিকটক আইডি!!

 

যেখানে অসংখ্য উলঙ্গ নারীদের বেহায়াপনা আর নোংরামি যে রয়েছে তা কি আমরা সকলেই অবগত নই??

 

আপনি নিজে তো সেগুলো দেখছেন আবার অন্যদেরও রেফার করছেন তারা যেন সেই জঘন্য এ্যাপ ডাউনলোড করে?

 

আপনি নিজে সেগুলো দেখে তো গুনাহ কামাচ্ছেন আর অন্যরাও যদি আপনার রেফারের মাধ্যমে সেই এ্যাপ ডাউনলোড করে ভিডিও

 

গুলো দেখা শুরু করে তাহলে তাদের তো গুনাহ ই সাথে আপনারো আনলিমিটেড গুনাহ হবে!

 

সামান্য কয়টা টাকার জন্য আনলিমিটেড গুনাহ কামানো কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে?

টিকটক(Tiktok) ব্যবহার ও রেফার করার ক্ষতি

ও হ্যাঁ আরো একটি হাদিস জেনে রা!

 

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,

 

নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

 

‘যদি কোনো ব্যক্তি ভালো পথে (কাজের) আহ্বান করে; তবে যত মানুষ তার অনুসরণ করবে;

 

তাদের সবার পুরস্কারের সমপরিমাণ পুরস্কার ওই ব্যক্তি লাভ করবে। এতে অনুসরণকারীদের পুরস্কারের ঘাটতি হবে না।

 

যদি কোনো ব্যক্তি কোনো (কাউকে) বিভ্রান্তির দিকে আহ্বান করে তবে যত মানুষ তার অনুসরণ করবে,

 

তাদের সবার পাপের সমপরিমাণ পাপ সে ব্যক্তি লাভ করবে। তবে এতে অনুসরণকারীদের পাপেরও কোনো ঘাটতি হবে না।'

 

(সহীহ মুসলিম)

 

আরেকটি হদিসে আল্লাহর রাসূল ﷺ বলেছেনঃ

 

এমন এক আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে,

 

সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হতে না হারাম হতে।

সহিহ বুখারী, হাদিস নং ২০৫৯

পাঠিয়েছেন  মুহাম্  আফজাল, প্রধান পরিচালক ২৪ডটকম।

আরো পড়ূন দ্বীন শিক্ষার গুরুত্বঃ আল্লামা মনজুর নোমানী,৷ মাজারে গরু ছাগল নিয়ে যাওয়া,শিশুর কপালে কালো টিপ দেওয়ার হুকুম

 

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost