(মুসলিমবিডি২৪ডটকম)

বর্তমান সমাজের ঈদের জামাত
অনেকেই ঈদ, জুমা বা অন্যান্য নামাজে ভালো জায়গা পাওয়ার জন্য নিজের জায়নামাজ তাসবিহ ইত্যাদি চাকর-বাকর, ছোট ভাই বা অন্য কাউকে
দিয়ে আগেভাগেই ঈদগাহে বা মসজিদে পাঠিয়ে দেন এবং নিজে জামাতের ঠিক আগ মূহুর্তে গিয়ে উপস্থিত হন!
ইহা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ।
একবার হজ্জের সময় সাহাবা রা. হুজুর সা. এর নিকট আরজ করেছিলেন; আমরা কি আগে মিনায়
গিয়ে আপনার জন্য তাবু প্রস্তুত করে রাখবো?
জবাবে হুযুর সা. বলেছিলেন: না! বরং যে প্রথমে সেখানে পৌঁছে এই বিষয়ে সেই সর্বাধিক অধিকার লাভ করবে।
তবে কেউ যদি কোন জায়গায় বসে এবং নামাযও সেখানে আদায় করার ইচ্ছা পোষণ করে কিন্তু কোনো বিশেষ প্রয়োজনে যেমন ওযু নবায়ন বা কফ
ফেলা ইত্যাদি কোন কাজে তাকে সেই জায়গা সাময়িকভাবে ত্যাগ করতে হয় তাহলে ফিরে আসার পর সেখানে বসার ব্যাপারে সে ব্যক্তি অগ্রাধিকার
লাভ করবে।
অন্য কারো পক্ষে সেখানে বসা জায়েজ হবে না।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

