Breaking News
Home / শরীয়তের বিধান / জন্ম নিয়ন্ত্রণ

জন্ম নিয়ন্ত্রণ

(২৪ডটকম)

জন্ম নিয়ন্ত্রণ

জন্ম নিয়ন্ত্রণ আধুনিক মাজের স্্তির অন্যতম জায়গা। বর্তমানে কিছু অতি আধুনিক মানুষ রয়েছে যারা জন্মনিয়ন্ত্রণ খুব আগ্রহ নিয়ে করে।

জন্ম নিয়ন্ত্রণ বৈধ বা অবৈধ তার কোন তোয়াক্কা না করেই অনায়াসের করে চলছে। এই নিয়ন্ত্রণ করতে তাদের যে সমস্ত বিষয় আকৃষ্ট করছে তার মধ্য

থেকে অন্যতম হলো; ের দেখভাল করা, তাকে আলাদা সময় দেয়া, তার জন্য নিজের সোসাইটিতে অনায়াসে যাতায়াত করতে না পারা, একাধিক

সন্তান হলে তাদেরকে নিয়ে যেখানে সেখানে ঘুরতে যেতে না পারা, তথাকথিত ভদ্র সমাজে নিজেকে আধুনিক বলে উপস্থাপন করতে না পারা,

একাধিক সন্তান নিজের জন্য প্যারা মনে করা ইত্যাদি ইত্যাদি বিষয় জন্মনিয়ন্ত্রণ করতে মানুষকে আগ্রহী করছে। তবে যে যেই উদ্দেশ্যের জন্য জন্ম

নিয়ন্ত্রণ করুক না কেন তারা সাধারণভাবে দুটি পদ্ধতি অবলম্বন করে থাকে। আজকে আমরা এই দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

যেসব পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত। (১) স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি (২) অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।

স্থায়ী পদ্ধতি:- এমন কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাতে প্রজনন শক্তির বিনাস সাধন করা হয় অর্থাৎ এরূপ অপারেশন করা যার মাধ্যমে

স্থায়ীভাবে সন্তান জন্মদানের শক্তি নিঃশেষ হয়ে যায় ও বংশ পরম্পরার যোগ্যতা হারিয়ে যায়। চাই যৌন শক্তি বা কাম ভাব অবশিষ্ট থাকুক বা নাই থাকুক।

এটা হারাম হওয়ার ব্যাপারে সমস্ত ী আইনবিদগণ একমত। (ইসলামী সমাধান ১৮৩)

অস্থায়ী পদ্ধতি:- এমন পদ্ধতি গ্রহণ করা যাতে সাময়িকভাবে সন্তান গর্ভধারণ বন্ধ থাকে। গর্ভধারণ ক্ষমতা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয় না।

এতে পুণঃ সন্তান জন্মদানের সম্ভাবনা অবশিষ্ট থাকে। কোনো ওজর আপত্তি ছাড়া এটাও গ্রহণ করা নাজায়েজ, হারাম। (ইসলামী সমাধান ১৮৩)

আপনি হয়তো লক্ষ্য করেছেন অস্থায়ী পদ্ধতি বৈধ হওয়ার জন্য ওযরের বলা হয়েছে অর্থাৎ যদি কোন ওযর থাকে তাহলে তা বৈধ।

তাই আসুন এখন ওযর সম্পর্কে আলোচনা করা যাক। ব্যক্তিগত বিভিন্ন অসুবিধার কারণে অস্থায়ী বা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যায়।

যেমন:- কোন মহিলার স্্থ্যহানি বা না না রোগ বালাই বা ঘন ঘন অনেক বাচ্চা হওয়ায় তাদের লালন পালনে বেশি অসুবিধা হওয়ার বা কোন

মায়ের বুকের দুধের অভাবে সন্তানের নাশের সম্ভাবনা ইত্যাদি ওযর বসত অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ বৈধ। সে ক্ষেত্রে সমস্যা দূর হওয়া পর্যন্ত

অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণের কোন একটি পদ্ধতি মুসলিম বিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে গ্রহণ করা যেতে পারে। তবে এমন পদ্ধতি হতে যা গ্রহণ করতে গিয়ে

কোন হারামের মধ্যে যেমন সতর খোলা ইত্যাদিতে লিপ্ত হতে না হয়। ট্যাবলেট ও ইঞ্জেকশন ইত্যাদিও ব্যবহার করতে পারবে।

(সূত্র:- সূরা আনআম ১৫১, বনি ইসরাইল ৩১, ফাতহুল বারী ৯/৯৫, ফাতওয়ায়ে শামী ৩/১৭৬, ইমদাদুল ফাতওয়া ৪/২০৪)

আরও পড়ুন:-

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

সকল ইবাদতে সীমালঙ্ঘন নিষিদ্ধ

সকল ইবাদতে সীমালঙ্ঘন নিষিদ্ধ

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সকল ইবাদতে সীমালঙ্ঘন নিষিদ্ধ আমাদের জন্য মাপকাঠি হলো শরীয়ত.শরীয়ত …

Powered by

Hosted By ShareWebHost