Breaking News
Home / শরীয়তের বিধান / কি কি কাজ করলে শিরক হয়?

কি কি কাজ করলে শিরক হয়?

(মুসলিম বিডি২৪.কম)

بسم الله الرحمن الرحيم 

সম্পর্কে জানলেন না তো আপ এ জীবনই বৃথা!

নামাজ রোজা হজ্জ,ের মতো বড় বড় কে এটা ধ্বংস করে দেয় আর শেষ ফলাফল হলো স্থায়ী ভাবে জাহান্নামে অ্থান।

আল্লাহ্ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক।
__(আবু দাউদ:৩২৩৬(ইফা)

কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক।
__(বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০)

মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক।(:মুসলিম:১০৭৭,আবু দাউদ, মুত্তাফাকুন আলাই)

আল্লাহ্ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক।
__(সহিহ বুখারি: অধ্যায় : তাকদির)

কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা াস করা শিরক।(বুখারি, আবু দাউদ:৩৯১০)

কোন বিপদে পড়ে আল্লাে বাদ দিয়ে “ও মা, ও বাবা” ইত্যাদি বলে এইরকম গায়েবি ডাকা শিরক।

বিপদে পড়লে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহিরা জিউন” বলতে হয়।

__(সুরা বাকারাহঃ ১৫৬)

তোর ভবিষ্যত অন্ধকার', ‘তর কপালে বহুত কষ্ট আছে এই ধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক।(সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯)

হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এইধারনা শিরক।(সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)

রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক।
__(তির্মিযি, আবু দাউদ ও হাকেম)

সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমঙ্গল হয় এই ধারনা করা শিরক।
__(আবু দাউদঃ৩৯১০)

সফলতা কিংবা মঙ্গল ের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যবহার করা শিরক।(সুরা আনাম:১৭, ইউনুস :১০৭)

যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক
যেমন: পতাকা, স্িসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি।

__(সুরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮, আবু দাউদ:৪০৩৩)

ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক।

__(সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ:১১০,ইমরান:৬৪, ইবনে মাজাহ হা নং৫২০৪)

আল্লাহ্ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক
__(সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯)

আরো পড়ুন

 জিহবা দিয়ে যে উনিশটি পাপ সংঘটিত হয়,জান্নাত পাওয়ার সহজ ৪ টি আমল,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

সকল ইবাদতে সীমালঙ্ঘন নিষিদ্ধ

সকল ইবাদতে সীমালঙ্ঘন নিষিদ্ধ

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সকল ইবাদতে সীমালঙ্ঘন নিষিদ্ধ আমাদের জন্য মাপকাঠি হলো শরীয়ত.শরীয়ত …

Powered by

Hosted By ShareWebHost