(মুসলিমবিডি২৪ডটকম)

আরবী বর্ষ পঞ্জিকার দশম মাস হলো শাওয়াল।এ মাসের বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম আমল হল,ছয়টি রোজা রাখা।
হাদিসে শাওয়াল মাসের বিশেষ ফজিলত বর্নিত হয়েছে।
যেমনঃ আবু আইয়ুব রাঃ বর্ণনা করেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন।
অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো,এরপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো,সে ছয় রোজা পুরো বছর রোজা রাখার নামান্তর।(১)
আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো,
এরপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো,সে যেন সারা বছর রোজা রাখলো।(২)
শাওয়াল মাসের ছয় রোজা সম্পর্কিত অনেক হাদিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,হাদীসের কিতাবাদির পাতায় পাতায়।
যেগুলোর মুল বক্তব্য হলো,শাওয়াল মাসে কেউ যদি ছয়টি রোজা রাখে,তবে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সাওয়াব দান করবেন।
এই ছয়টি রোজা ধারাবাহিকভাবে রাখতে সক্ষম না হলে,অসুবিধা নেই।
যে কোন ছয়দিন রোজা রাখলেই আদায় হয়ে যাবে।তবে কথা হলো শাওয়াল মাসের যেকোন ছয়দিন হতে হবে।
মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।আমীন।
তথ্যাবলীঃ (১)মুসলিম শরীফ হাদিস নাম্বার ১১৬৪ (২) মুসনাদে বাযযাার হাাাদিস নম্বর ৮৩৩৪
লেখকঃ ক্বারী মাওঃমিযানুর রহমান সাইফ ইমাম ও খতীবঃ সোনাপুর রূপাপুর কেন্দ্রীয় জামে মসজিদ। মোবাইলঃ 01743259179
আরো পড়ুন👉 শবে কদর হাজার মাসের শ্রেষ্ঠ এক রাত, টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে,
আসুন! নামাযগুলো সুন্দর করে পড়ি,
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

