Breaking News
Home / ইসলাম ধর্ম / চুপ থাকার ফজিলত

চুপ থাকার ফজিলত

(বিডি২৪ডটকম)

 

চুপ থাকার ফজিলত

একটু বড় হয়ে গেলো সময় নিয়ে পড়ুন এমন তার উপর আমল করুন আমাদের সেই তওফিক দান করুক আমিন

 

(১)চুপ থাকা মানে দুনিয়াবী কথা থে চুপ থাকা।জিহ্বা সবসময় জিকির সিক্ত রাখা।

 

রাসূল (সা.)অনেক বেশী চুপ থাকতেন । মুখ দিয়ে বের হওয়া কথাটা হয় সওয়াব হবে না হয় গুনাহ হবে ।

 

(২) মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার তার নিকটে রয়েছে । (সূরা কাহাফ : আয়াত : ১৮)

 

(৩) রাসূল (সা.) বলেন, যে আল্লাহ এবং আখিরাতের ওপর রাখে তাঁর উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা । (বুখারী শরীফ)

 

(৪) রাসূল (সা.) বলেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে। (তিরমিজী শরীফ)

 

(৫)রাসূল (সা.) বলেন, যে মানুষ তার জবান ও যৌন জীবনের জামীন হতে পারে, আমি তার জান্নাতের জামীন হব । (বুখারী শরীফ)

 

(৬) রাসূল (সা.) বলেন, যে নিরাপদ থাকতে চায় তার চুপ থাকা অতি জরুরী । (মুসনাদ আবী ইয়া`লা)

 

রাসূল (সা.) বলেন, জিহ্বা মানুষের অধিকাংশ পাপের মূল

 

(৮) রাসূল (সা.) বলেন, চুপ থাকা একটি ইবাদত ।

 

(৯) চুপ থাকা হলো আলেমের সৌন্দর্য আর জাহেলের পর্দা । (জামেউস সগীর)

 

(১০) চুপ থাকা আখলাক সমূহের সরদার ।(মুসনাদুল ফিরদাউস)

 

(১১)তোমার ওপর, নেকীর কথা বলা ছাড়া (বাকি সময়ে) বেশি চুপ থাকা জরুরি করে নেও ।

 

, এটি শয়তানকে তোমার নিকট থেকে দূর করে দেবে ।

 

আর ের কাজে তোমার কারী হবে । (ইবনে হিব্বান)

 

হিকমতের ১০টি অংশ আছে ৯টি অংশ একাকীতে আর ১টি অংশ চুপ থাকাতে আছে । (মুসনাদুল ফিরদাউস)

 

(১৩) হক কথা বলা ছাড়া চুপ থাক।তাহলে এর কারণে তুমি শয়তানের ওপর জয়ী হবে।

 

(১৪) রাসূল (সা.) বলেন, ৪টি বিষয় যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে ।

 

(ক) চুপ থাকা যা ইবাদতের খুঁটি ।

 

(খ) আল্লাহর নিকট মিনতি ।

 

(গ) দুনিয়ার প্রতি অনাসক্তি ।

 

(ঘ) অল্পে তুষ্টি ।

 

(১৫) হজরত সুলায়মান (আ.) বলেন, যদি কথা বলা রুপা হয় তাহলে চুপ থাকা স্বর্ণ ।

 

(১৬) হজরত দাউদ (আ.) বলেন, “আমি কথা বলে অনেক বার লজ্জিত হয়েছি কিন্তু চুপ থেকে কখনো লজ্জিত হইনি ।”

 

(১৭)হজরত আবদুল্লাহ ইবনে মুবারক বলেন, যদি আল্লাহর কাজ করার কথা বলা রুপা হয়

 

তাহলে তাঁর নাফরমানীমূলক কথাবার্তা থেকে চুপ থাকা স্বর্ণ ।

 

(১৮) হজরত সুফিয়ান সওরী (রহ.) বলেন, দীর্ঘ চুপ থাকা ইবাদতের ভাণ্ডার ।

 

(১৯) হজরত সুফিয়ান সওরী (রহ.) বলেন, ইবাদতের শুরু; চুপ থাকা ।

 

অতঃপর হাসিল করা, এরপর তা মনে রাখা । তারপর তার ওপর আমল করা । সবশেষে তা শেয়ার করা ।

 

(২০)পূর্বের যামানার নেক লোক কম কথা বলতেন

 

নারীর সৌন্দর্য লজ্জা আর বুদ্ধিমানের সৌন্দর্য হল চুপ থাকা

 

(২২) চুপ থাকা নেক লোকদের দোয়া ও ভদ্রতার ভিত্তি ।

 

(২৩) চুপ থাকার ছোট ফায়দা হলো ‘নিরাপদে থাকা',

 

আর কথা বলে মানুষের ছোট লোকসান হল ‘লজ্জিত হওয়া' ।

 

আদবের ৪টি ভালো দিক

 

(১) তওবা ।

 

(২) নফসের বিপরীতে কাজ করা ।

 

(৩) চুপ থাকা ।

 

(৪) একাকী থাকা ।

 

মুমিনের ৪টি ভালো দিক

 

(১) চুপ থাকা ।

 

(২) মিথ্যা বর্জনকারী ।

 

(৩) পরহেজগারীতে বিশুদ্ধতা ।

 

(৪) রিয়া বা লোক দেখানো থেকে বেঁচে থাকা ।

 

অসংযত জিহ্বা সকল ইবাদত বন্দেগী নষ্ট করে দেয় ।

 

চুপ থাকা উত্তম পরহেজগারী এর কারণে গুনাহ কম হয় ।

 

★গীবত থেকে বেঁচে থাকার জন্য চুপ থাকা ।

 

★আগে পরিমাপ করো; তারপর কথা বলো এবং জবানের কৃপণতা করাই ভালো।

 

★সব কথার জবাব হয় না আর অপছন্দীয় কথার জবাব থেকে চুপ থাকা ।

 

★এক কবি বলেন, মুত্তাকী ও পরহেজগার মানুষ নিজের জবানের হেফাযত করার কারণে কথা বলা থেকে বেঁচে থাকে যদিও সে সঠিক কথা বলতে পারে ।

 

হে আল্লাহ উক্ত কথাগুলোর উপর সকলকে আমল করার তাওফিক দান করুন

আরো পড়ুন 👉উপদেশ মুলক কিছু কথাঃ নঙ্গে আসলাফ আফজাল,
কন্যা সন্তান রহমত, পুরুষদের জন্য যেসকল নারীদের সাথে পর্দা লাগে না

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost