Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / পৃথিবীতে কেউ শতভাগ সুখী নয়

পৃথিবীতে কেউ শতভাগ সুখী নয়

(মুসলিম বিডি২৪.কম)

পৃথিবীতে কেউ শতভাগ সুখী নয়

بسم الله الرحمن الرحيم

কফি কথন

শম্পা সকাল সকাল দু'কাপ কফির ছবি আপলোড করেছে আজ আপলোড করতেই লাইক এর ধুম
তিথি ‘love' reaction দিয়েছে এই ছবিতে।

আর তার পাশে মোবাইলে বুদ হয়ে থাকা স্বামীর দিকে কটমট করে তাকিয়ে আছে ভাবছে, কী কপাল শম্পার।

কী মজায় আছে, কফি খাচ্ছে স্বামী-স্ত্রীতে মিলে। বৃষ্টি ওদের রোমান্টিক, আর ওর ঘরে কত্ত বোরিং।

মেহনাজ ছবিটা দেখেছে, কিন্তু লাইক কমেন্ট কিছু দেয় নি ছবি দেখে ওর বুকের ভেতরটা হুহু করে উঠেছে।

কারণ তারেক আর ও এভাবেই কত সকাল বিকেল কফি-চা-নাস্তা খেত, কখনো ছবি আপলোড দিত, কখনো দিত না।

অথচ এখন আর এগুলোর উপায় নেই, তারেকের সাথে মেহনাজের ডিভোর্স হয়েছে প্রায় এক বছর হবে, কিন্তু স্মৃতিগুলো এখনো তাজা।

আবিরা, পাপড়ি, নাদিয়া- ওরা লাইক না, কমেন্টেও অস্থির কাপাকাপি “আপু আমাদেরকেও খাওয়ান” “হুম আপু খুব খুব।

আমাদের কবে কফি পার্টনার হবে

ওরা এখনো অিত বিয়ের ে বিভোর, শম্পার ঘরে আসি এবাররাত থেকে স্বামী-স্ত্রীতে ঝগড়া চলছে।

শম্পা রাগ ভাঙাতে কফি নিয়ে এসেছে দুজনের জন্য আর স্বামীকে দেয়ার আগে ফেইসবুকে ছবি আপলোড করেছিল।

কিন্তু আপলোডের কিছুক্ষণ পরের ঘটনা- স্বামীর রাগ ভাঙেনি উলটো দুজনের পুনরায় ঝগড়া শম্পা রেগে গিয়ে একটা কাপ ভেঙে ফেলেছে,

আর নিজের জন্য আনা কফিটাও খায়নি নদীর এপার কহে ছাড়িয়া নি:শ্ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

পৃথিবীতে কেউই শতভাগ সুখী না সুখ দুখ মিলিয়েই জীবন আর প্রতিটা জীবনেই আছে কঠিন পরীক্ষার গল্প কেউ বিয়ে করে দুখী, কেউ বিয়ে না করে।

কেউ পেয়ে দুখী, কেউ না পেয়ে
সবটাই আসলে perception, কীভাবে আমরা আমাদের জীবনটাকে দেখি।

আরো পড়ুন

অনধিকার চর্চাকারীর সাথে আমাদের করণীয়,নবীজী (সা.)-এর অপমানে মুসলমানদের করণীয় ,পরস্পর হিংসা বিদ্বেষ কিয়ামতের লক্ষন,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost