Breaking News
Home / কিয়ামত / কিয়ামতের ক্ষুদ্রতম আলামতঃ আমানত অন্তর থেকে উঠে যাওয়া

কিয়ামতের ক্ষুদ্রতম আলামতঃ আমানত অন্তর থেকে উঠে যাওয়া

(মুসলিমবিডি২৪ডটকম)

কিয়ামতের ক্ষূদ্রতম আলামত আমানত উঠে যাওয়া

بسم الله الرحمن الرحيم

প্রতিটি ্তুকে আপন স্থানে রেখে বিচার করা ইসলামের মৌলিক বৈশিষ্ট্য।এর মধ্যেই জাতি,শিক্ষা,সংস্কৃতি এবং জনগনের কল্যাণ নিহিত।

এই মৌলিক বস্তুটি যখন নষ্ট হয়ে যায়,তখন কল্যাণের ঠিক উল্টো দিকটা প্রকাশ পেতে থাকে।সজ সংস্কৃতি সবই বিনাশের মুখে পড়ে যায়।

এটিই নবী কারিম সা.হাদিসের মাধ্যমে বুঝাতে চেয়েছেন।

ের মৌলিক চরিত্র নষ্ট হয়ে যাওয়া-ই “” উঠে যাওয়ার মূল

হুযায়ফা রাঃ বলেনঃ ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ” মানুষের হৃদয়ের গহীনে সর্বপ্রথম স্ততার অবতরণ হয়ে ছিল।

অতঃপর কোরআন নাযিল শুরু হলে মানুষ কোরআন ও হাদিসকে ধীরে ধীরে শিখতে শুরু করে।

এরপর নবীজী বিশ্বস্ততা উঠে যাওয়ার বলেছিলেন, মানুষ শয়নে যাবে,ঘুমের মধ্যেই বিশ্বস্ততা উঠিয়ে নেয়া হবে।

কিন্তু তার প্রভাব অন্তরে থেকে যাবে

এরপর মানুষ শয়নে যাবে আবারো তার অন্তর থেকে আমানত উঠিয়ে নেয়া হবে, কিন্তু তার সুক্ষ্ম ছাপ অন্তরে থেকে যাবে।

জলন্ত টুকরো চামড়ায় পতিত হলে যেভাবে চামড়া ফুলে যায়,কিছুদিন পর তা শুকিয়ে গেলে যেরকম তার দাগ থেকে যায়,

অথচ ভিতরে কিছুই নেই,এরপর শুকনো কিছু নিয়ে চামড়ায় লাগিয়ে দেয়,ঠিক তেমনি…।

এরপর মানুষেররা বাজারে যাবে,কেনা-বেচা করবে কারো আমানত রক্ষা করবে না।

এমনকি বিস্ময় কন্ঠে মানুষ বলতে থাকবে অমুক গোত্রে একজন বিশ্বস্ত লোক রয়েছে।

কাউকে সম্বোধন করে বলা হবে লোকটা কতবড় জ্ঞানী,কত ভদ্র,কত সুশীল;অথচ তার অন্তরে বিন্দু মাত্র ঈমান নেই

হুযায়ফা রাঃ বলেন এমন এক ছিল যখ যে কাউকে বায়আত করার সুযোগ থাকতো (আমানদারীর ফলে,)কিন্তু এখন

(আমানত উঠে যাওয়ার ফলে) অমুক অমুক ছাড়া আমি কাউকে বায়আত করব না।

নোটঃ

সমাজের সংখ্যাগরিষ্ঠ লোকেরা যখন বিশ্ঘাতক হয়ে যায়,তখন নেতৃত্ব -ও ঘাতকদের হতে চলে যায়।

আর তখনই বিশ্বস্ত ব্যক্তির বিবিলুপ্তি ঘটে।বর্তমানে প্রতিটি স্থানে,প্রতিটি দেশে বিশ্বাসঘাতকতা ছেয়ে যাওয়ার ফলে যা ঘটে, তা কারো অজানা নয়।

কিয়ামতের এই নিদর্শনটি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। সামাজিক পদ,স্কুল-কলেজ এমনকি সরকারি মন্ত্রনালয় পদেও আজ অযোগ্য ব্যক্তিদের ছড়াছড়ি।

যে সকল পদে আমানতদার (বিশ্বস্ত) ব্যক্তিদের দরকার ছিল, সেখানেই বিশ্বাসঘাতকরা সাপের মত ফনা তুলে বসে আছে।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কিয়ামতের আলামত চাপাবাজি প্রতিযোগিতা

কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা

(মুসলিমবিডি২৪ডটকম) শরীয়ত সম্মত পন্থায় সম্পদ উপার্জনে দোষের কিছু নাই।জজ,উকিল,ও ব্যরিস্টারগন এ নিয়মেই বেতনভুক্ত চাকুরী করে …

Powered by

Hosted By ShareWebHost