Home / ডাক্তার বাড়ী / দাঁড়িয়ে বা হেটে হেটে পানাহার করা কি জায়েয

দাঁড়িয়ে বা হেটে হেটে পানাহার করা কি জায়েয

(মুসলিমবিডি২৪ ডটকম)

দাঁড়িয়ে বা হেটে হেটে পানাহার করা কি জায়ে

প্রশ্নঃ আমার জানার বিষয় হল,আজকাল অনককেই দেখা যায় দাড়িয়ে পানাহার করে ৷ অনেক কে হেটে হেটেও অনেক কিছু খেতে দেখা যায় ৷

এ বিষয়ে শরীয়ত কি বলে? দাড়িয়ে বা হেটে হেটে কোনো কিছু খাওয়া বা পান করা যাবে কি না? বিস্তারিত দলিল সহ জানালে উপকৃত হবো ৷

উত্তরঃ যেকোনো ধরনের পানীয় ও দ্রব্য বসে পানাহার করা সুন্নত ৷ আর কোনো ওজর ব্যতিত দাঁড়িয়ে বা হেটে হেটে পানাহার করা মাক

তবে বিশেষ কোনো ওজরে দাঁড়িয়ে পানাহার করলে কোনো অসুবিধা নেই ৷

হাদীস শরীফে এসেছে, আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, সাঃ দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।

কাতাদা রা. বলেন, আমরা আনাস রা.- কে জিজ্ঞাসা করলাম আর দাঁড়িয়ে খাওয়া কি? তিনি বললেন, এটা তো আরো গর্হিত কাজ।

(সহীহ মুসলিম, হাদীস : ২০২৪)

অন্য এক বর্ননায় রাসূলুল্লাহ সাঃ দাঁড়িয়ে পান করলে শয়তান সাথে পান করে বলে নিন্দা করেছেন৷

(দলীল) -ফাতহুল বারী ১০/৮৫; শরহু মুশকিলিল আছার, ২১০২৷

ে বিজ্ঞানিরা গবেষণা করে দেখছে যে, দাঁড়িয়ে কোন কিছু খাওয়া তা সাধারণ ক্ষতিকর নয়, বরং তা হচ্ছে দেহের জন্যে মারাত্মক ক্ষতিকর।

এক ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করতেছে, পান করা অবস্থায় গলায় বাধ লেগে যায়, উনাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নেয়া হয়,

ডাক্তার দেখে বললেন উনি ইগৎ ত্যাগ করেছেন, ডাক্তার রোগীর সঙ্গে আসা স্বজনদের জিজ্ঞেস করলেন,

কি হয়েছিল উনার?

তখন একজন বললেন, উনি দাঁড়িয়ে পানি পান করতেছেন এমন সময় গলায় বাধ লেগে যায়, আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসি।

ডাক্তার শুনে বললেন মৃত্যু সব উপরওয়ালার ইচ্ছা, কার কোন সময় হবে জানা যায় না। তবে দাঁড়িয়ে পানি পান করাই উনার মৃত্যুর হতে পারেআমরা না জেনে অনেক কাজ করে ফেলি, যে কাজ কোন সময় আমাদের মৃত্যু ডেকে আনে। যেমন দাঁড়িয়ে পানি পান করলে,

তখন পানি গলা দিয়ে খুব স্পীডে নেমে খাদ্যস্থলীতে যায়, এর কারণে গলায় বাধ লাগা ছাড়া আরো বিভিন্ন শারীরিক দুর্া ঘটে, এমনকি মৃত্যুও হতে পারে।

আল্লাহ রাসূল সা: এক হাদীসে বলেন: তোমরা যখন পানি পান করবে তখন বসে ধীরেধীরে ও তিন শ্ে পান করবে।

(আল-হাদীস)

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

দ্রুত বীর্যপাত কমাতে ডক্টরের পরামর্শ

দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে যে ১০টি নিয়ম অনুসরণ করবেন

(মুসলিমবিডি২৪ডটকম)  দ্রুত বীর্যপাত দূর করতে ১০টি বিষয় মেনে চললে উপকার পাবেন শতভাগ ইনশাআল্লাহ বিবাহিতদের জন্য …

Powered by

Hosted By ShareWebHost