Breaking News
Home / মাদ্রাসা / উস্তাদ ছাত্রদের পিটানো নিয়ে একটি মাসআলা

উস্তাদ ছাত্রদের পিটানো নিয়ে একটি মাসআলা

(মুসলিমবিডি২৪ ডটকম)

উস্তাদ ছাত্রদের পিটানো নিয়ে একটি মাসআলা

প্রশ্ন : শিক্ষাঙ্গনে একটি বিষয় প্রচলিত আছে যে, হুজুর ছাত্রদের শরীরের যে স্থানে পিটান তা দোযখের জন্য হয়ে যায় , বিষয়টি কি সহীহ?

উত্তর: -হাদীস ও গ্রহনযোগ্য কোনো বইয়ে আমারা এই বিষয়টি পাওয়া যায়নি যে, হুজুর শরীরের যে অংশে পিটান,

দোযখের আগুন সেই অংশের জন্য হারাম হয়ে যায় ; বরং ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরদাস রা. উদ্দেশ্য করে বলেন-

(যিনি বাচ্চাদের পড়াতেন ) “ছাত্রদের ৩টার মারবে না , যদি তুমি ৩টার বেশি মারো, তাহলে তায়ালা কিয়ামত দিনে তোমার থেকে ক্বিসাস বা বদলা নিবেন”।

ফিকাশাস্ত্রবিদগন এই হাদীসের আলোকে বলেন, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য হুজুর হাতের বেতের মাধ্যমে হালকাভাবে ছাত্রদের মারতে পারবে,

কিন্তু এক সাথে ৩ বারের বেশি নয়। ী শরীয়তে বেত, লাঠি, চামড়ার বেল্ট ইত্যাদি দ্বারা কখনও আঘাত করা  জায়েজ নয়,

চাই সেটা এমন বিষয় হোক যা শিখানো ফরজে আইন বা ফরজে কেফায়া ।

এরকমভাবে -মা শাসন করার জন্য বাচ্চাদের সাধারণভাবে মারতে পারবে , বেত-লাঠি ইত্যাদি দিয়ে আঘাত করা (মারা) জায়েজ নয় ।

এইজন্য মাদ্রাসা মক্তবে শিক্ষকদের জন্য ছাত্রদেরকে  বেত-লাঠি , চামড়ার বেল্ট ইত্যাদি দিয়ে আঘাত করা জায়েজ নয়।

শিক্ষকদের জন্য এই সমস্ত কর্ম থেকে বিরত থাকা উচিত এবং আদর স্নেহমমতা ও ভালোা দিয়ে পড়ানো উচিত, হ্যা, প্রয়োজনের সময় শাসন করার জন্য হালকাভাবে পিটাতে পারেন ।

(ফতোয়ায়ে দারুল উলূম দেওবন্দ। (ফতোয়া নাম্বার : 305-325/N=4/1439)

অনুবাদ: মুফতী আব্দুর রাকিব কাসেমী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কওমিদের পরিচয় ও উদ্দেশ্য

কওমিদের পরিচয় ও উদ্দেশ্য

(মুসলিমবিডি২৪ ডটকম) কাওমি শিক্ষা ধারায় শিক্ষার্থীকে শিক্ষা জীবনের শুরুতেই এই অনুভূতি সৃষ্টি করে দেয়া হয় …

Powered by

Hosted By ShareWebHost