Breaking News
Home / ইসলাম ধর্ম / বিবাহের দ্বারা রিযিকে বরতক হয়

বিবাহের দ্বারা রিযিকে বরতক হয়

(মুলিমবিডি২৪ ডটকম)

বিয়ের দ্বারা রিযিকে বরকত হয়

ইসলামের দর্শন হল,  যখন র ঘরে আসে,সে তার রিযিক নিয়ে আসে।

পুরুষরা একটা কথা স্বীকার করবে যে,বিয়ের পূর্বে যে পরিমাণ উপার্জন করত,বিয়ের পর তা বেড়ে যায়।

মহান আল্লাহ তাআলা তার রিযি বরকত দেন। বাড়িয়ে দেন।সন্তান হলে আরো বাড়িয়ে দেন।দিতীয় সন্তান হলে আরো বাড়িয়ে দেন।

আল্লাহ তাআলা এভাবেই বন্টন করে রেখেছেন।

আল্লাহ তাআলা বলেন:

نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا

অর্থাৎ পার্থিব জীবনে আমি তাদের জীবিকাও তো বন্টন করেছি। (সুরা যুখরুফ ৩২)

এজন্য দেখা যায় অনেক ছেলেরা বিবাহের পূর্বে গরীব ছিল। কিন্তু বিয়ের পর তার ভাগ্য খুলে গেছে,সম্পদী হয়েছে।

মোটকথা স্ত্রী তার ভাগ্য তার সাথে করে নিয়ে আসে।

ইসলাম ধর্ম নারীদের প্রতি অনেক দয়া করেছে।তাদের সব ধরনের অধিকার দিয়েছে।

পুরুষদেরকে নিয়ম বেধে দিয়েছে -বিয়ে না করে নারীর কাছে যেতে পারবেনা।

ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলে গেছেন।

এজন্য নারীদের উচিৎ,প্রতিদিন দুরূদ শরীফ পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিয়া(+)দেয়া।

এবং দোয়া করা, হে আল্লাহর প্রিয়তম বন্ধু!আমাদের পক্ষ হতে সালাম গ্রহণ করুন।

জাহেলী (বর্বরতার)যুগে যে জাতিকে জীবন্ত মাটিচাপা দেয়া হত,আপনি তাদেরকে পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী বানিয়েছেন।

আপনি বলেছেন

الجنت تحت اقدام الامهات

(মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত)

আপনি বিদায় ের ভাষনেও আমাদের স্মরণ রেখেছেন।নারীদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাদের পক্ষ হতে উত্তম প্রতিদান দান করুন। আমীন

লেখক: এইচ.কে.এম আফজাল আহ সোনাপুরী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost