Breaking News
Home / ডাক্তার বাড়ী / বদহজম কেন হয় ও তার লক্ষন

বদহজম কেন হয় ও তার লক্ষন

(মুসলিমবিডি২৪ ডটকম)

পরিপান্ত্রের দুর্বলতা এবং নানাবিধ অসুবিধার কারণে সাধারণত: অজীর্ণ রোগ হয়ে থাকে।

মূলত: গ্রহণে অনিয়মের কারণে এবং পেটের বিভিন্ন পীড়ার জন্য অজীর্ণ দেখা যায়।

দের দেশে হাটে বাজারে, হোটেল, রেস্টুরেন্টের খোলা, বাসি বা অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ফলে এক শ্রেণীর লোকদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব বেশী।

তাছাড়া- অতিরিক্ত চা, কফি, সিগারেট, পাক, তৈলাক্ত খাদ্য গ্রহণের ফলে এ রোগ দেখা দেয়।

আবার কখনও কখনও খাদ্য্তু ভালভাবে না চিবিয়ে খেলে এবং মানসিক ও স্নায়বিক অসুবিধায় পরিপাক তন্ত্রের,

সাধারণ কাজ-কর্মের ত্ থাকলে এ রোগ দেখা যায়। বিশেষত: আহার গ্রহণের পর পেটে ভার ভার বোধ হয়, ক্ষুধামান্দা দেখা যায়।

দুর্গন্ধযুক্ত ঢেকুর ওটা, ভাব, পেট ফাঁপা, ভ্রমণ প্রভৃতি উপসর্গও দেখা দেয়।

সাধারণত: আহার গ্রহণে অনিয়ম, মশলাযুক্ত দ্রব্যাদির অধিক ব্যবহার এবং অন্যান্য অনিয়মের কারণে এ রোগ দেখা দেয়।

কারণ উপরের পাকতন্ত্রের গোলযোগ (Uppee Gastro-Intestinal Disorder)

  • পেপটিক আলসার (Peptic disease)
  • সদ্য পাকস্থলী প্রদাহ (Acute gastritis)
  • পিত্তথলীতে পাথর হলে (Gall Stone/Cholelithiasis)
  • পরিপাকতন্ত্রের গোলযোগ ও খিচুনি (Motility disorder/Oesophegial Spasm)
  • আই.বি.এস (I.B.S)
  • সঠিক সময়ে খাদ্য গ্রহণ না করলে।
  • অতি ভোজন অর্থাৎ অতিরিক্ত মশলাযুক্ত ও ভাজাপোড়া খাবার গ্রহণ।

অন্যান্য পাকতন্ত্রের গোলযোগ (Other Gestro-Intestinal Disorder)

  • প্যানক্রিয়াসের রোগ (Pancreatic disease)
  • লিভার রোগ (Hepatic disease)
  • পুরাতন ক্যান্সার (Chronic carcinoma)
  • Systemic disorder 
  • রেনাল ফেইল্যুর (Renal failoure)
  • হাইপার ক্যালসিয়াম (Hyper Calcaemia)
  • Others
  • মধ্যপান (Alcohol)
  • মানসিক ও বিষণ্ণতা (Psychological anxiety and depression)

লক্ষণসমূহ

  • ঢেকুর উঠে এবং বুক জ্বালা করে।
  • হঠাৎ পেটে অস্বাভাবিক ব্যথা এবং পেট ফাঁপা থাকে ও ভার বোধ হয়।
  • খাদ্য গ্রহণে অরুচি। বমি ভাব বা বমি।
  • পুষ্টির অভাব দেখা দেয়।
  • কোন কোন খাদ্যের প্রতি দেহের অসহিষ্ণুতা প্রকাশ পায়।
  • অস্বস্তি বোধ। নিদ্রায় ব্যাঘাত ঘটে।

গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

চর্বিযুক্ত ও মশলাযুক্ত খাদ্য পরিহার করুন। লঘুপাক পথ্য গ্রহণ করুন। সঠিক সময়ে খাদ্যখাদ্য গ্রহণ করুন।

খাবার খাওয়ার পরে সামান্য এক কুলি পানি পান করুন, যাতে শুধু মুখ পরিষ্কার হয় এবং এই খানা খাওয়ার প্রায় ২ থেকে ৩ ঘন্টা পরে যতটুকু ইচ্ছা পানি পান করুন।

খুব ্ক থাকবেন পানি পান করার ব্যাপারে কারণ কথায় আছে যে, খালি পেটে জল ও ভরা পেটে জল।

খাবার ভালভাবে চিবিয়ে ও ধীরেধীরে খাবেন। অল্প অল্প করে বারবার খান কিন্তু এক সাথে মটকা ভরে খাবেন না।

শাক-সবজি ফলমূল বেশী করে খান এবং খালি পেটে প্রচুর পানি পান করুন। চেষ্টা করবেন ে ঘুম থেকে উঠে অন্য কিছু না খেয়ে আগে ১ লিটার পান করার।

আর সঠিক কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হোন। যদি প্যানক্রিয়াস,লিভার, কিডনি, ইলেক্ট্রোলাইট কিংবা ক্যান্সারজনিত কারণে অজীর্ণ দেখা দেয়।

তবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই শ্রেয়।

পেপটিক আলসার ও তার লক্ষণ কি জানতে এই পোস্টি পড়ুন

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

দ্রুত বীর্যপাত কমাতে ডক্টরের পরামর্শ

দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে যে ১০টি নিয়ম অনুসরণ করবেন

(মুসলিমবিডি২৪ডটকম)  দ্রুত বীর্যপাত দূর করতে ১০টি বিষয় মেনে চললে উপকার পাবেন শতভাগ ইনশাআল্লাহ বিবাহিতদের জন্য …

Powered by

Hosted By ShareWebHost