Breaking News

বমি বমি ভাব ও বমি

২৪ ডট কম

সাধারণত: পেটের ভিতর হতে খাদ্য দ্রব্য, পানি, পিত্ত বা কোন কিছু মুখ দিয়ে বের হওয়াই বমি।

তবে বৈজ্ঞানিক দৃষ্টিতেকোন থেকে বমি অনেক রকম রোগের একটি লক্ষণ ত্র।

রোগ ছাড়াও অনেক কারণে বমি হয়ে থাকে। মোট এটা মস্তিস্কের এসিটিক কেন্দ্রের ভোমিটিং উত্তেজনা।

কারণসমূহ নিম্নে বর্ণনা করা হল

  • পাকস্থলীতে অতিরিক্ত অম্ল বা পিত্তরস জমা হলে।
  • গর্ভের প্রাথমিক (Early Pregnency) অ্থায়।
  • মটরগাড়ি, ট্রেন বা প্লেনে ভ্রমণ জনিত দুর্বলাতায় (Motion Sickness).।
  • পাক খাদ্য খেয়ে পেট গরম বা বদহজম হলে এবং খাদ্য বস্তুর সাথে কোন বিষাক্ত কিছু খেলে।
  • ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড জ্বর হলে।
  • অর্ধমাথা ব্যাথা বা তীব্র মাথাব্যথা বা মস্তিস্কে আঘাত বা মস্তিস্কে টিউমার হলে বা উচ্চ রক্ত চাপ জনিত কারণে মস্তিস্কে রক্ত জমাট বাধলে।
  • জীবানু ঘটিত তীব্র জ্বর (Infectious fever) হলে।
  • হঠাৎ জ্বালা উৎপন্নকারী বিষাক্ত কিছু খেলে।
  • পরিপাকতন্ত্রের জটিল রোগ।
  • মেনিনজাইটিস রোগ হলে।
  • অতিরিক্ত তামাক, বা নেশা জাতীয় কিছু খেলে।
  • জন্ডিস কিংবা লিভার এর কোন অসুখ হলে।
  • সংক্রমণ- ইউরেী ট্রাক ইনফেকশন, হেপাটাইটিস হলে।
  • ঔষধ- নন স্টেরয়েডাল, এন্টি ইনফ্লামেটরী ড্রাগ, এন্টিবায়োটিক, নেশা জাতীয় দ্রব্য (ওপিয়েটস), ডিগক্সিন ও ক্যান্সার বিরোধী ড্রাগ ব্যবহারের কারণে।
  • গ্যাস্ট্রো-ডিউডেনাল ডিজিল
  • ক্রনিক পেপটিক আলসার ডিজিজ, অতি অম্লতা।
  • গ্যাস্ট্রিক ক্যান্সার।
  • গ্যাস্ট্রো-পেরেসিস (ডায়াবেটিস ও ক্লোরোডার্মা ঔষধ সেবন করলে)।
  • একিউট এবডোমিনাল ডিজিজ।
  • এ্যাপেনডিসাইটিস।
  • কলিসিসটাইটিস।
  • প্যানক্রিয়েটাইটিস।
  • ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন।
  • কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রুটি।
  • ভেস্টিবুলার নিউরোনাইটিস।
  • অতিরিক্ত ঝাল, ভাজাপোড়া, ী খাবার গ্রহণ।
  • ক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে।
  • মেটাবলিক, ডায়াবেটিস কিটো এসিডোসিস, ইউরোমিয়াএডিসনস ডিজিজ।
  • অন্যান্য যে কোন তীব্র ব্যথা, মদ্যপান,  সাইকোজেনিক কারণে।

পরামর্শ

কিছুক্ষণ পরপর রুহ-আফজা শরবত, আলুবোখারা, ডালিম,তেতুলের শরবত এবং ভাতের সাথে লেবু খেতে হবে।

প্রথমত: খাবার বন্ধ করে দিতে হবে এবং পরে লঘুপাক খাবার অল্প অল্প করে গ্রহণ করতে হবে।

১ চামচ লেবুর রস সাথে সমপরিমাণ আদার রস এক কাপ পানিতে মিশিয়ে খেলে দূর হয় এবং বমি বন্ধ হয়।

দূরপাল্লার বাস গাড়ী বা ট্রেনে ভ্রমণ সময় যাদের বমির ভাব হয়। তারা চেষ্টা করবেন, সামনের সিটে বসার। এতে বমির ভাব কম হবে।

গাড়ীতে উঠার এক ঘন্টা আগে অথবা খানা খাওয়ার ১ঘন্টা পরে গাড়ীতে উঠবেন, আর পারলে ১ টি ডমপেরিডন টেবলেট খেয়ে নিবেন।

পোস্টি ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

দ্রুত বীর্যপাত কমাতে ডক্টরের পরামর্শ

দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে যে ১০টি নিয়ম অনুসরণ করবেন

(মুসলিমবিডি২৪ডটকম)  দ্রুত বীর্যপাত দূর করতে ১০টি বিষয় মেনে চললে উপকার পাবেন শতভাগ ইনশাআল্লাহ বিবাহিতদের জন্য …

Powered by

Hosted By ShareWebHost