Breaking News
Home / ডাক্তার বাড়ী / কোষ্ঠকাঠিন্য-Constipation

কোষ্ঠকাঠিন্য-Constipation

প্রতিদিনের খাদ্যসমূহ খাবার পর সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে ভুক্ত খাদ্যাংশের বর্জ্য পদার্থ শরীর হতে বের না হওয়া কোষ্ঠকাঠিন্য বলে।

খাদ্যের আসার দ্রব্য ৬ হতে ২৪ ঘন্টার মধ্যে শরীর হতে বের হওয়াই নিয়ম।

একজন সুস্থ স্বাভাবিক খাদ্য খেয়ে প্রতিদিন বা ২৪ ঘন্টায় ২ বার মল ত্যাগ করে।

অবশ্য অভ্যাসভেদে বিভিন্ন মানুষের মল ত্যাগের নিয়ম বিভিন্ন। এমনও মানুষ দেখা যায় যখনই করে তখনই মলত্যাগ করতে পারে।

আবার এমনও হয় কেউ কেউ ৩ দিন পরপর মলত্যাগ অভ্যস্ত। এগুলো আসলেই কোন নয়।কোষ্ঠকাঠিন্য একটি বা অনেকগুলো রোগের লক্ষণ মাত্র।

কোষ্ঠকাঠিন্য দুই প্রকার

১) অন্ত্রীয় কোষ্ঠকাঠিন্য (Intestinal Constipation or colonic Constipation)

২) মলাশয় কোষ্ঠকাঠিন্য (Rectal Constipation)

১) অন্ত্রীয় কোষ্ঠকাঠিন্য :

১) কম খাওয়া দাওয়া করা, শাক-সবজি খুব কম খাওয়া, খাদ্য গ্রহণের পরে পানি কম খাওয়া, খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ খাদ্য না খাওয়া,

খাবার ভালভাবে চিবিয়ে না খাওয়া, শরীর হতে জলীয় দ্রবণ বের হয়ে গেলে এ রোগ হয়।

২) স্নায়ুতন্ত্রীয় রোগী, প্যারালাইসিস, মানসিক উত্তেজনা, দীর্ঘদিনের পেটের ব্যথা,  উত্তেজক ঔষধ ও উত্তেজক খাবার গ্রহণ বা অতিরিক্ত ভাজা-পোড়া শুষ্ক খাবার গ্রহণ।

৩) পেটের ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্রের মাংসপেশি দুর্বল হলে বা গতভাবে অন্ত্রের কোন ত্রুটি থাকলে এ রোগ হয়।

৪) অম্লরস বা পিত্ত রস কম নি:সরণ হলে এ রোগ হয়।

৫) অন্ত্রের কোন অংশে টিউমার বা অন্ত্রে প্যাচ লাগা বা কোন ভাবে খাদ্য্তু বাধাপ্রাপ্ত হলে।

৬) ডায়াবেটিস, বার্ধক্য, অলসতা, রক্তস্বল্পতা এবং বেশী বেশী ক্ষিদে পাওয়া (Greedy Colon) এমন রোগের উপসর্গে এটা হয়।

৭) অন্ত্রের আর্দ্রতা নষ্ঠ হওয়া। শারীরিক সঞ্চালনের অভাব।

৮) ব্যথানাসক ঔষধ সেবন করলে,গ্যাস্ট্রিক এর ঔষধ ও আমাশা, ডায়রিয়া বন্ধ হওয়ার ঔষধ সেবন করলে কোষ্ঠকাঠিন্য হয়।

মলাশয় কোষ্ঠকাঠিন্য কারণ

অভ্যাস জনিত কারণে অর্থাৎ মলত্যাগের চাপ হলেও ইচ্ছা করে আটকে রাখা এবং দীর্ঘদিন এভাবে অভ্যস্ত হলে বা সময়মত মলত্যাগের অভ্যাস না করা।

পরামর্শ

সবুজ শাক-সবজি পর্যাপ্ত পরিমাণে খাবেন। ফলের রস পান অথবা রসানো ফল বেশী করে খাবেন। মলত্যাগের সময় বেশী চাপ দিবেন না।

যথা সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে তুলুন। পানি প্রচুর পরিমাণ পান করুন, কমপেক্ষে দিনে ৫-৬ লিটার পানি পান করুন।

আটা জাতীয় খাবার বর্জন করুন, যেমন: আটার পিটা,সন্দেশ, রুটি,ইত্যাদি। যদিও তা খান তবে আশ জাতীয় খাবার ও পানি বেশী করে খাবেন।

কপি, চকলেট, মিষ্টান্ন খাবার কম খাবেন। প্রতিদিন নিয়মিত ব্যায়াম ও ৩০-৪০ মিনিট হাটুন।

দৈনিক ২ বার গোসল করুন এবং গোসল শেষে পূর্ণ শরীরে খাটি সরিষার তেল ব্যবহার করুন।

যাদের বেশী কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তারা এক করতে পারেন,আশা করি অনেক উপকার হবে।

ইসুবগুলের ভূষি খানা খাওয়ার পর ১ চামচ ১ গ্লাস পানিতে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নিবেন অনেক ভাল ফল পাবেন।

পোস্টি ভাল লাগলে আপ বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আর কিছু জানার থাকলে কমেন্ট করুন।
বদহজম কেন হয় ও তার লক্ষণ

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

দ্রুত বীর্যপাত কমাতে ডক্টরের পরামর্শ

দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে যে ১০টি নিয়ম অনুসরণ করবেন

(মুসলিমবিডি২৪ডটকম)  দ্রুত বীর্যপাত দূর করতে ১০টি বিষয় মেনে চললে উপকার পাবেন শতভাগ ইনশাআল্লাহ বিবাহিতদের জন্য …

Powered by

Hosted By ShareWebHost