Breaking News
Home / জুম'আ / জুমার নামাজের গুরুত্ব ও তাৎপর্য

জুমার নামাজের গুরুত্ব ও তাৎপর্য

তায়ালা কোরআনে বলেন:

হে ইমানদারেরা, জুমার দিন যখন ের জন্য ডাকা হবে তখন তোমরা ের জন্যে ধাবিত হও, এবং কেনা-বেচা পরিত্যাগ কর।

আর এটা হলো তোমাদের জন্যে সর্বোত্তম যদি তোমরা জানতে।

(সূরা জুমা, াত-৯)

হযরত যাবির (রা:) হতে বর্ণিত, ুল্লাহ (সা:) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের রাখে, তার অবশ্যই জুমার দিনে জুমার নামাজ আদায় করা কর্তব্য।

তবে রোগী, মুসাফির, মহিলা, শিশু ও কৃতদাস এ কর্তব্য হতে মুক্ত। যদি কোন লোক খেল-তামাশা কিংবা ব্যবসা সংক্রান্ত কাজে ব্যস্ত হয়ে,

এ নামাজ হতে গাফেল থাকে, তাহলে আল্লাহ তায়ালাও তার ব্যাপারে বিমুখ থাকবেন। আর আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন ও প্রশংসিত।

(দারে কুতনী)

উপরোক্ত হাদীসের ব্যাখ্যা নিম্নে করা হল

জুমার নামাজ হিজরতের পূর্বক্ষণ ফরজ হয়।

হুজুর (সা:) মক্ষা শরীফে হতে হিজরত করে িনার উপকণ্ঠে কোবা নামক স্থানে সোমবার দিন উপস্থিত হন।

আর সেখানে তিনি চার দিন অবস্থান করেন। অত:পর পঞ্চম দিনে মদিনার দিকে রওয়ানা হন। এদিনটি ছিল শুক্রবার।

পথে বনি সালেম ইবনে আওজ গোত্রের বস্তিতে উপস্থিত হলে নামাজের সময় হয়ে যায় এবং হুজুর (সা:) সেখানেই সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজ যে অবশ্য পালনীয় ফরজ, উল্লেখিত হাদীসে তার উল্লেখ করা হয়েছে।

জাহেলিয়াতের যুগে জুমার দিন বলে কোন দিন ছিল না।

আরবরা এদিনটিকে ইয়াওমূল আরুবা বলতো।

জুমার নামাজের নির্দেশ দানের পরই এ দিনটির নামকরণ করা হয় “ইয়াওমূল জুমুয়া” বা জুমার দিন।

কেননা এ দিনটিতে মুসলমানেরা এলাকার সবচেয়ে বড় মসজিদে (কেন্দ্রীয় জায়গায়) জুমার নামাজ আদায়ের এবং খোতবা শুনার জন্য এ্রিত হয়।

আনুষ্ঠানিক ইবাদতের দৃষ্টিতে জুমার এ সম্মেলনটি যেমন ত্বপূর্ণ, তেমনি সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিতেও এ সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

জুমার নামাজ অবশ্য পালনীয়।  শরীয়ত সম্মত ওজর ব্যতীত কিছুতেই এ নামাজ ত্যাগ করা যাবে না।

তবে নারী, শিশু, রোগী, মুসাফির ও কৃতদাসকে এ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কিন্তু এরা যদি আদায় করে, তাহলে তাদের জুমার নামাজ আদায় হবে, জোহর পড়তে হবে না। মহিলারা জুমার দিন জোহর নামাজ আদায় করবে।

হযরত সামুরা ইবনে জুনদুর (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (সা:) বলেছেন, তোমরা জুমার নামাজে হাজির হও এবং ইমামের নিকট দাড়াও।

কেননা যে ব্যক্তি জুমার নামাজে সকলের পিছনে হাজির হবে, পরিণামে সে জান্নাতে প্রবেশের ব্যাপারেও সকলের পিছনে থাকবে।

অথচ সে অবশ্যই জান্নাতের উপযুক্ত।

(মুসনাদে আহমদ)

হযরত আবু জায়াদ যমরী (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর (সা:) বলেছেন, যে ব্যক্তি গাফলতি করে পর পর তিনটি জুমায় অনুপস্থিত থাকবে।

(অর্থাৎ জুমার নামাজ আদায় করবে না) আল্লাহ তার দিলে মোহর লাগিয়ে দিবেন।

(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাযাহ, দারেমী, মালেক)

 

উপরোক্ত হাদীসের ব্যাখ্যা নিম্নে উল্লেখ করা হল

জুমার নামাজ যে কত গুরুত্বপূর্ণ এ হাদীসে তার-ই ইঙ্গিত রয়েছে।

বিনা ওজরে পর পর তিনটি জুমায় অনুপস্থিত থাকলে আল্লাহ তার দিলকে গাফেল ও মোহরাঙ্কিত করে দেয়, ফলে তার দিল কঠোর হয়ে যায়।

জুমার দিনের ফজীলত ও তাৎপর্য

হযরত আবু হোরায়রা (রা:) হতে বর্ণিত, রাসূল (সা:) ইরশাদ করেছেন, সূর্যোদয় হওয়া দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।

জামায় দিনেই হযরত আদম (আ:) কে তৈরী করা হয়েছে। এ দিনেই তাকে বেহেশতে প্রবেশ করান হয়েছে।

আর এ দিনেই তাকে বেহেশত হতে বের করে দুনিয়াতে পাঠান হয়েছে। আর কিয়ামত জুমার দিনই অনুষ্টিত হবে।

(মুসলিম)

হযরত আবু হোরায়রা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা:) বলতেছেন অবশ্য অবশ্য জুমার দিনে এমন একটা সময় আছে,

যখন কোন মুসলিম বান্দাহ আল্লাহর কাছে কল্যাণকর কিছু কামনা করলে অবশ্যই তাকে তা দেওয়া হয়।

(বুখারী, মুসলিম)

 

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

জুমুআর খুৎবার শরয়ী মাক্বাম

জুমুআর খুৎবার শরয়ী মাক্বাম

(মুসলিমবিডি২৪ডটকম) জুমুআর খুৎবা আরবি ভাষায় দিতে হবে নাকি আপনাপন মাতৃভাষায় দিতে হবে, এ বিষয়টি অত্যন্ত …

Powered by

Hosted By ShareWebHost