Breaking News
Home / জুম'আ / জুমার নামাজের ছয়টি শর্ত ও জুমার বিস্তারিত আলোচনা

জুমার নামাজের ছয়টি শর্ত ও জুমার বিস্তারিত আলোচনা

(বিডি২৪ ডটকম)

জুমার নামাজের ছয়টি শর্ত ও জুমার বিস্তারিত  আলোচনা

ছয়টি শর্ত এই হল:

১. মিছর (শহর) অর্থাৎ এমন জনবসতি হওয়া যেখানে হাকিম এবং বিচারক থাকেন।

কিংবা শহরতলী হওয়া, অর্থাৎ যে জায়গায় শহরবাসীদের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য বহু জিনিস প্রস্তুত করা হয়।

এ শর্ত মোতাবেক ইমাম আবু হানীফা রহ. এর মতে পল্লী অঞ্চলে জুম'আর নামাজ জায়েজ নেই।

তবে ইমাম শাফেই রহ. এবং অন্যান্য অধিকাংশ ইমামগণের মতে পল্লী অঞ্চলেও জুম'আর নামাজ আদায় জায়েজ আছে।

তবে শহরতলীতে তা জায়েজ নেই।

২. রাষ্ট্রপতি বা তার কোন প্রতিনিধি উপস্থিত থাকা। তবে অধিকাংশ ইমামগণের মতে এটা শর্ত নয়।

৩. জোহরের ওয়াক্ত হওয়া।

৪. খুতবা দেওয়া।

মাস,আলা

ইমাম আবু হানীফা রহ. এর মতে ১ বার সুবহানআল্লাহ পরিমাণ খুতবা দেওয়াই যথেষ্ট।

কিন্তু সাহেবাইনের মতে খুতবা দীর্ঘ হওয়া এবং তা আল্লাহ তালার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম উপর দরুদ,

কোরানের তেলাওয়াত, দের প্রতি উপদেশ এবং নিজের জন্যও সমস্ত মুসলমানদের জন্যে ক্ষমা প্রার্থনা সম্বলিত হওয়া ফরজ।

আবু হানীফা রহ. এর মতে খুতবার জন্য এসকল বিষয় (ফরজ নয় বরং) সুন্নত। এগুলো ছেড়ে দেওয়া মাকরুহ।

৫. জামাত হওয়া।

ইমাম শাফেই ও আহমদ রহ. এর মতে জামাতের জন্যে চল্লিশজন হওয়া জরুরী।

আবু হানীফা রহ. এর মতে ইমাম ব্যতীত ৩ জন এবং আবু ইউসুফ রহ. এর মতে ইমাম ব্যতীত ২ জনের হলে যথেষ্ট হবে।

মাস'আলা

জুম'আর নামাজের জামাত চলাকালীন সময়ে যদি লোকজন নামাজ ছেড়ে চলে যেতে শুরু করে। এতে লোকজনের সংখ্যা (উপরের বর্ণীত) নির্ধারিত সংখ্যা চেয়ে কমে যায়।

তাহলে ইমাম এবং অবশিষ্ট লোকদের জুম'আর নামাজ নষ্ট হয়ে যাবে। তাই তারা জুম'আ বাদ দিয়ে জোহর শুরু করবে।

৬. ব্যাপক আকারে অনুমতি থাকা অর্থাৎ যে কারো মসজিদে আসার ব্যাপারে কোন প্রকার বাধা নির্দেশ না থাকা।

মাস,আলা

অপ্রাপ্ত বয়স্ক বালক, গোলাম, মেয়েলোক, মুসাফির এবং রুগ্ন ব্যক্তির জন্য জুম'আর নামাজ ওয়াজিব নয়।

অনুরুপভাবে ইমাম আবু হানীফা রহ. এর মতে অন্ধের জন্যে তাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য কোন লোক নিযুক্ত থাকলে।

তার উপরেও জুম'আর নামাজ পড়া ওয়াজিব নয়। বাকি তিন জন ইমামের মতে যদি অন্ধ ব্যক্তিকে মসজিদে নিয়ে যাওয়ার মত লোক পাওয়া যায়অ।

তাহলে তার উপর জুম'আর নামাজ পড়া ওয়াজিব হবে। অন্যথায় ওয়াজিব হবেনা।

ইমাম রহ. এর অভিমত অনুসারে গোলামের উপরও জুম'আর নামাজ পড়া ওয়াজিব।

মাস'আলা

গোলাম অথবা রুগান্ন ব্যক্তি কিংবা মুসাফির যদি জুম'আর নামাজ কোন শহরে আদাত করে নেয়। তাহলে তা আদায় হবে এবং তাদের জিম্মায় জোহর আর বাকি থাকবে না।

মাস'আলা

শহরে বাহিরে বসবাসকারী কোন ব্যক্তি যদি জুম'আর আজান শুনতে পায়। তাহলে তার জন্যে জুম'আর নামাজে শরীক হওয়া ওয়াজিব।

মাস'আলা

গোলাম, অসুস্থ ব্যক্তি এবং মুসাফিরকে জুম'আর ইমাম বানানো জায়েজ আছে।

মাস'আলা

যদি কিছু সংখ্যক মুসাফির কোন শহরে জুম'আর নামাজ আদায় করে এবং সেখানে কোন মুকীম উপস্থিত না থাকে।

তাহলে ইমাম আবু হানীফা রহ. এর মতে তাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে।

কিন্তু ইমাম শাফেই ও ইমাম আহমদ রহ. এর মতে ৪০ জন স্বাধীন,মুকীম ও সুস্থ ব্যক্তির উপস্থিতি ব্যতিত জুম'আর নামাজ শুদ্ধ হবে না।

মাস'আলা

ওজরবিহীন কোন ব্যক্তি যদি জুম'আর পূর্বে জোহর নামাজ আদায় করে নেয়, তাহলে তার নামাজ মাকরুহ তাহরিমী হলেও আদায় হয়ে যাবে।

অত:পর যদি উক্ত ব্যক্তি জুম'আর নামাজ আদায় উদ্দেশ্যে মসজিদে গিয়ে দেখে যে, ইমাম সাহেব এখনো নামাজ থেকে ফারেগ হননি।

তাহলে পূর্বের পড়া জোহর নামাজ বাতেল হয়ে যাবে। সুতরাং এখন যদি জুম'আর নামাজ না পায়, তাহলে তার জোহর নামাজ বাতেল হবে না।

মাস'আলা

মাজুর এবং কয়েদীর জন্যে জুম'আর দিনে জোহরের নামাজ জামাতে আদায় করা মাকরুহ।

মাস'আলা

যদি কেউ জুমার নামাজে ইমামকে তাশাহুদে অথবা সাহু সেজদাতে পায় এবং সে উক্ত নামাজে শরীক হয়। তাহলে সে ইমামের ফিরানোর পর দু'রাকাত পুরা করে নিবে। ইমাম মুহাম্মদ রহ. এর মতে যদি উক্ত ব্যক্তি দ্বিতীয় রাকাতের রুকু না পায় তাহলে সে জোহরের চার রাকাত পূর্বের তাকবীরে তাহরিমা দ্বারাই পূর্ণ করে নিবে।

মাস'আলা

জুম'আর প্রথম আজান হয়ে গেলে জুম'আর উদ্দেশ্যে সাই করা (প্রস্তুতি নেয়া) ওয়াজিব।

আযানের পর ক্রয়-বিক্রয় হারাম হয়ে যায়।

ইমাম সাহেব খুতবা ের উদ্দেশ্যে (স্বীয় হুজরা থেকে) বের হওয়ার পর,

কিংবা মিম্বরে আরোহণ করার পর খুতবা থেকে ফারেগ না কোন কথাবার্তা বলা বা নামাজ পড়া সম্পূর্ণরূপে

ইমাম সাহেব মিম্বরে আরোহণ করার পর তার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় আজান দেয়া হবে এবং মুসল্লিগণ তার প্রতি পূর্ণ মনোযোগী হয়ে থাকবে।

ইমাম সাহেব খুতবা শেষ করলে বলতে হবে।

মাস'আলা

জুম'আর নামাজে সুরা জুম'আ এবং সুরায়ে মুনাফিকুন পড়া সুন্নত।

অন্য রেওয়ায়েত অনুসারে সুরায়ে সাব্বি হিসমা' এবং সুরায়ে হাল আতাকা,  পড়া সুন্নত।

মাস'আলা

একই শহরের কয়েক স্থানে জুম'আ পড়া দুরস্ত আছে। ইমাম আবু হানীফা রহ. এর এক রেওয়ায়েত অনুসারে একই শহরের কয়েক স্থানে জুম'আ পড়া জায়েজ নেই।

যদি শহরের কয়েক জায়গায় জুম'আ পড়া হয়, তাহলে শুধুমাত্র প্রথম স্থানে জুম'আ সহীহ হবে।

এ ছাড়া অন্যান্য স্থানে নামাজ সহীহ হবে না। ইমাম আবু ইউসুফ রহ. থেকে বর্ণিত আছে যে, যদি শহরের মাঝখান দিয়ে কোন প্রবাহমান নদী থাকে ।

তাহলে উক্ত নদীর দু'পার্শ্বে দুই জায়গায় জুম'আ পড়া দুরস্ত হবে।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

জুমুআর খুৎবার শরয়ী মাক্বাম

জুমুআর খুৎবার শরয়ী মাক্বাম

(মুসলিমবিডি২৪ডটকম) জুমুআর খুৎবা আরবি ভাষায় দিতে হবে নাকি আপনাপন মাতৃভাষায় দিতে হবে, এ বিষয়টি অত্যন্ত …

Powered by

Hosted By ShareWebHost