Breaking News
Home / ইনসাফ / দৃষ্টিভঙ্গির পরিবর্তন; লিল্লাহ বোর্ডিং না স্কলারশীপ

দৃষ্টিভঙ্গির পরিবর্তন; লিল্লাহ বোর্ডিং না স্কলারশীপ

মুসলিমবিডি২৪ডটকম

দৃষ্টিভঙ্গির পরিবর্তন

লিল্লাহ বোর্ডিং নাকি স্কলারশিপ? দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার।

 

একজন তরুণ মেধাবী ছাত্র, জ্ঞান অর্জনের তৃষ্ণায় বিভোর।

কেউ যায় অক্সফোর্ড, কেউ আল-আজহার। কেউ যায় ক্যামব্রিজ, কেউ মাদরাসায়।

কিন্তু দৃষ্টিভঙ্গির বৈপরীত্য কোথায় জানেন?

 

ইউনিভার্সিটিতে বিনা বেতনে পড়ার সুযোগ পেলে বলা হয়— সে স্কলারশিপ পেয়েছে!

গর্ব, সম্মান, অভিভাবকের চোখে আনন্দের ঝিলিক।

কিন্তু মাদরাসায় কেউ ফ্রি পড়লে? বলা হয়— সে লিল্লাহ বোর্ডিংয়ে পড়ে! করুণার সুর, দানের হিসাব।

আরো পড়ুনঃ নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ

কিন্তু মেধাবী তো মেধাবীই, সে ইউনিভার্সিটিতে পড়ুক বা মাদরাসায়।

তাই মাদরাসাগুলোর দরজায় নতুন সাইনবোর্ড টাঙানো উচিত—১০০% স্কলারশিপ মেধাবীদের জন্য”

অর্থনৈতিক অসচ্ছলদের জন্য প্রয়োজনভিত্তিক বৃত্তি”যে দিন ভাষা বদলাবে,সে দিন ভাবনাও বদলাবে।

কেউ আর বলবে না, হুজুররা সদকার টাকায় চলে! বরং বলবে—এরা স্কলারশিপ নিয়ে পড়ছে।

 

এমনকি মাদরাসা আর প্রাইভেট কলেজ ভার্সিটির ফান্ড রাইজিং সিস্টেমও কিন্তু এক।

উভয় প্রতিষ্ঠানেই কালেকশন সিস্টেম আছে। কেউ শুধু বড় বড় ডোনার থেকে কালেকশন করে, আর কেউ বড় ছোট সব ধরনের কালেকশনই করে।

কিন্তু মাদ্রাসার বেলায় আসলে তখন সেটাকে চাঁদা কালেকশন বলে ছোট করা হয়।

সম্মান আসে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে, আর পরিবর্তন আসে সাহসী পদক্ষেপে। সেই পরিবর্তন আমাদের আনা প্রয়োজন।

 

লিখেছেনঃ শাহীদ রাহমানী

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সবচেয়ে বড় আমানত

সবচেয়ে বড় আমানত

(মুসলিমবিডি২৪ডটকম) মানুষের নিকট সবচেয়ে বড় আমানত যা থেকে কেউ মুক্ত নয় তা হলো তার অস্থিত্ব, …

Leave a Reply

Powered by

Hosted By ShareWebHost