(মুসলিমবিডি২৪ডটকম)
আজ আমরা গোবরে পোকার চিকিৎসাগুণ সম্পর্কে জানবো।কোন কোন ক্ষেত্রে তা ব্যবহার করলে কি কি
উপকার পাওয়া যায়। গোবরে পোকার মাথা কেটে যদি কোন মিনারে রেখে দেয়া হয় তাহলে সেখানে অনেক
কবুতর একত্রিত হবে। গোবরে পোকার পেটের লালা চোখে লাগালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখের সাদা পর্দা
কেটে যায়। বিশেষ করে চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যায়। চোখের পানি পড়া বন্ধ করে চোখ একদম পরিস্কার
করে দেয়। কারো ঘরে যদি বেশি পরিমানে গোবরে পোকা জন্মে তাহলে চিন্নার পাতা দ্বারা ঘরে ধুপ দিলে গোবরে
পোকা থাকবে না। গোবরে পোকা তিলের তেলে ভেজে সেই তৈল ছেকে কানে ব্যবহার করলে কানের সমস্ত রোগ
ভালো হয়ে যায়। গোবরে পোকার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে বিচ্ছু কামরানোর স্থানে বেঁধে দিলে আশাতীত ফল
পাওয়া যায়। এটা পুড়ে ছাই করে ক্ষতস্থানে লাগালে অচিরেই ক্ষতস্থান ভাল হয়ে যাবে। কেউ যদি অসাবধানতা
বশতঃ গোবরে পোকা খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়।( হায়াতুল হায়াওয়ান)