Home / চিকিৎসার উত্তম পন্থা / মাস্টারবেশন এর কুফল

মাস্টারবেশন এর কুফল

 

মাস্টার বেসনের কুফল

হস্ত-মৈ-থুন সম্পর্কে কিছু কথাঃ-

 

১.বেশিরভাগ তরুণ ই নিজের হাত দ্বারা হ-স্ত-মৈথুন করে।

 

২.ছোটবেলায় কারও দ্বারা শিখে।

 

৩.নিজে নিজে কৌতূহলবশত আবিষ্কার করে।

 

৪.কেউ জোরপূর্বক শিখিয়ে দেয়।

 

৫.অনেকেই জেনে আর করে না।

 

৬.কেউ কেউ গোনাহ জা পর ও ছাড়তে পারেনা, মাঝেমধ্যেই নফসের য় করে ফেলে।

 

৭.অনেকেই ডিপ্রেশনে ভুগতে থাকে, ডিপ্রেশন দূর জন্য করে ফেলে।

 

৮.বিনোদনের জন্য প/-র্ণ সিনেমা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হ-স্ত-মৈ-থুনে লিপ্ত হয়।

 

৯.হ-স্ত-মৈ-থুন করা হঠাৎ ছেড়ে দিলে স্বপ্ন দোষ দেখা যায়।

 

১০.কেউ কেউ স্ব-প্নদো-ষ থেকে পরিত্রানের জন্য নিয়মিত গোনাহে লিপ্ত হয়ে যায়।

 

১১.কারও কারও অটোমেটিক বের হয়ে যায় যেমন পরীক্ষার হলে, কোন সুন্দরী রমনীকে স্পর্শ করলে,প/-র্ণ মুভি দেখার সময়,ভীতি কিংবা অতিরিক্ত প্রেশারে।

 

১২. আবার অনেকেই কারও মি-লন দেখে বা শব্দ শুনে নিজেকে সামলাতে না পেরে।

 

১৩. কারও সাথে মোবাইলে, ে যৌ-না-লাপ করে নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে।

 

১৪.কোন ্তুর সাথে ঘর্ষন করে যেমন কোলবালিশ, বিছানার চাঁদর,লেপ,তোষক,ইত্যাদি।

 

১৫. কেউ কেউ পার্টনারের হাত দিয়ে হ-স্তমৈ-থুন করে থাকে

 

কুফলঃ-

১.গোনাহের কারনে অন্তর মরে যায়

নেক আর ভালো লাগেনা।

২.সবসময় অস্থিরতা লাগে,শান্তি চলে যায়।

৩.চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায় ।

৪.অল্প সময়ে বী-র্যপাত হয়ে যায়

স্ত্রীর কাছে লজ্জিত হতে হয়।

৫.কারও কারও বিচ্ছেদ হয়।

৬.অনেকেই বিয়ে করার সাহস হারিয়ে ফেলে।

৭.অল্প উত্তেজনায় কা-মরস ঝরতে থাকে।

৮.স্মরণ শক্তি কমে যায় ।

৯.দৃষ্টি শক্তি হ্রাস পায়।

১০.বুক ধরফর করে,অল্প কাজে হাঁপিয়ে ওঠে, শরীর ক্রমান্বয়ে দূর্বল হয়ে যায়।

১১.মেজাজ খিটমিটে হয়ে যায়, অল্পতেই রাগ চলে আসে।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তারুণ্য ধরে রাখবেন যেভাবে

তারুণ্য ধরে রাখার কৌশল

মুসলিমবিডি২৪ডটকম  অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া ও তারুণ্য ধরে রাখার কৌশল অনেকেই দেখবেন অল্প বয়সেই …

Powered by

Hosted By ShareWebHost