(মুসলিমবিডি২৪ডটকম)

ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতা ইত্যাদিগুনে তার সমকালীনদের মধ্যে শীর্ষ ছিলেন।
মুমিনের অন্তর দৃষ্টি এক বিরাট অংশ তিনি পেয়েছেন। ইমাম যাহাবী লিখেন, ইমাম আবু হানিফা অত্যন্ত প্রতিভাবান মানুষ ছিলেন।
মুহাম্মদ বিন আব্দুল্লাহ আনসারী থেকে খতিব বাগদাদি বর্ণনা করেন আবু হানিফার চালচলন ও কথাবার্তা থেকে তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা প্রকাশ পায়।
আলী বিন আসেম বলেন যদি আবু হানিফার জ্ঞান জগৎবাসীদের অর্ধেকের জ্ঞানের সাথে মাপা হয় তাহলে আবু হানিফার জ্ঞানের পাল্লা ভারী হবে।
তার বিচক্ষণতার কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করছি
এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নিকট এসে বললো, আমি ঘরে কোন একটি বস্তু পুঁতে রেখেছিলাম, এখন ওই জায়গা ভুলে গিয়েছি।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন তোমার জানা নেই তো আমি কিভাবে বলবো? এরপর তিনি তার ছাত্রদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন।
আরো পড়ুনঃ ইমাম আবু হানীফা (রাহঃ) এর ইবাদত
জিজ্ঞেস করলেন তোমার কাপড়-চোপড় কোথায় রাখ? সে স্থান দেখিয়ে দিল, ইমাম সাহেব তার ছাত্রদেরকে নিয়ে সেখানে গেলেন এবং তাদেরকে বললেন,
তোমরা এক ঘরে কোন জিনিস প্রতি রাখলে কোথায় রাখতে? একজন ছাত্র নিজ নিজ জায়গা চিহ্নিত করল, ইমাম আবু হানিফা সেই জায়গাগুলো খনন করতে নির্দেশ দিলেন।
তৃতীয় জবা খালার করার সময় উক্ত জিনিস পাওয়া গেল।
ইমাম আবু হানিফার স্বপ্নের ব্যাখ্যা
একবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি এর সময়ের খলিফা স্বপ্নে মালাকুল মউত কে দেখে, তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন,
তুফান তিনি হাতের পাঁচটি আঙুল দাঁড়িয়ে ইঙ্গিত করলেন, পরদিন এ স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন জনকে জিজ্ঞেস করা হলো।
আরো পড়ুনঃ ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষপানে মৃত্যু
কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না, ইমাম আবু হানিফা কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন পাঁচ আঙ্গুল দ্বারা সেই পাঁচটি ইলমের দিকে ইঙ্গিত করা হয়েছে,
যেগুলো আল্লাহ ব্যতীত কেউ জানে না। (১) কিয়ামত কখন হবে। (২) বৃষ্টি কখন হবে। (৩) গর্ভের সন্তান কেমন হবে।(৪) কে আগামীকাল কি আয় করবে। (৫) কে কোথায় মারা যাবে।
আল্লাহতালা আমাদেরকে এরকম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

