Breaking News
Home / ইবাদত / ইমাম আবু হানীফা (রাহঃ) এর ইবাদত

ইমাম আবু হানীফা (রাহঃ) এর ইবাদত

ম মুছারহাদ ইবনে কুদামা (রাহঃ) বলেন, একদা আমি কুফার জামে মজিদে অবস্থান করলাম ।

এখানে এক ব্যক্তি দেখতে পেলাম যে, ইশার নামাজের পর নফল  নামাজের নিয়্যত করেছে এবং আলিফ লাম মীম থেকে অত্যন্ত মিষ্টি সুরে কেরাত পড়ছিল ।

কেরাত আমার নিকট অত্যন্ত পছন্দনীয় হল তাই আমি তার নিকটে গেলাম এবং দেখতে পেলাম তিনি হলেন ইমাম আবু হানীফা (রাহঃ)।

তখন আমি বসে ক্বেরাত শুনতে আরম্ভ করলাম এবং মনে মনে কল্পনা করছিলাম যে এখন মনে হয় করবে ,

এখন মনে হয় রুকু করবে কিন্তু দেখিতে পেলাম যে,

তিনি পূর্ণ কোরান শরীফ খতম করে রুকুতে গেলেন এবং লম্বা লম্বা রুকু ও সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাড়ালেন,

আলহামদুলিল্লাহ থেকে শুরু করে তারতীলের সঙ্গে র সুরে ক্বেরাত পড়তে আরম্ভ করলেন ।

দ্বিতীয় রাকাতেও কোরান শরীফ খতম করেন এবং নিয়মানুসারে নামাজ শেষ পর পুণরায় নফল নামাজ পড়তে আরম্ভ করেন,

এবং প্রতি রাকাতে পূর্ণ কোরান শরীফ খতম করেন ।

এভাবে ফজর নামাজ পড়তে থাকেন । আমি মনে মনে ভাবছিলাম যে, দু-এক রাত্রিতে এমন করে তাহলেতো তেমন কোন কষ্টের নয় ।

ফজরের নামাজের পর ঘরে তাশরীফ নিলেন, অল্প কিছুক্ষন পরে ঘর থেকে বের হয়ে এসে ছাত্রদেরকে পড়াতে বসে গেলেন।

শত সহস্র ছাত্র দরছে অংশগ্রহন করছিল এবং এ দরছ ধারাবাহিক ভাবে জোহরের নামাজ পর্যন্ত অব্যহত ছিল ।

অত পর পুণরায় দরছ আরম্ভ করেন ধারাবাহিকভাবে আছর পর্যন্ত ,আছর থেকে মাগরীব পর্যন্ত দরছ চলছিল । মাগরীবের পর ঘরে তাশরিফ নিলেন ।

অতঃপর এশার নামাজ পড়েন এবং প্রথম রাত্রির নিয়ায় প্রত্যক রাকাতে কালামে পাক খতম করছিলেন ।

কয়েক দিন পর্যন্ত এ অবস্থা দেখে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলাম প্রত্যেকেই বললেন যে, তিনি সব সময় এরকম করে থাকেন ।

এ ঘটনাতো প্রসিদ্ধই আছে যে, ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি কালে বিশ্রাম করতেন না ।

তিনি চল্লিশ বছর যাবত এশার নামাজের অজুর দ্বারা ফজরের নামাজ পড়ছেন ।

ইন্তেকালের পর গোসল দানের সময় গোসল দেনেওয়ালা বললেন,

হে ইমাম সাহেব আপনিইতো এশার নামাজের অজুর ধারা চল্লিশ বছর ফজর নামাজ পড়ছেন এ আপনার জন্য মোবারইক হউক ।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

জিকিরের ফজিলত

জিকিরের ফজিলত

(মুসলিমবিডি২৪ডটকম) জিকিরের ফজিলত অসংখ্য। তন্মধ্যে এটাও কম ফজিলত নয় যে, বান্দা যদি আল্লাহকে স্বরণ করে, …

Powered by

Hosted By ShareWebHost