Breaking News
Home / ইসলাম ধর্ম / টিকটক ও রিলস ভিডিও পর্নোগ্রাফির চেয়েও মারাত্মক

টিকটক ও রিলস ভিডিও পর্নোগ্রাফির চেয়েও মারাত্মক

(মুসলিমবিডি২৪ডটকম)

Tiktok Reels video

আমরা যখন পর্ণোগ্রাফির বলি তখন আসলে একান্ত গোপন কিছু ভিডিওকে বুঝে।

 

কিন্তু টিকটক, ফেসবুক, এসব ভিডিওতে যেভাবে দেহের সফট প্রদর্শনী হয়, সেটা পর্ণোগ্রাফির চেয়েও

 আরো পড়ুনঃ  ডার্ক ওয়েব কি

যখন কেউ এটা দেখছে তখন সে অন্য নারীদেরকে পণ্য হিসেবেই দেখবে।

 

সে নারীর অস্তিত্বকে কেবল আকর্ষনীয় ও ব্যবহারযোগ্য বডি হিসেবেই চিন্তা করবে।

 

তৃত্ব, , ভালা, নৈতিকতার চিন্তা তার মাথায় আসবে না। সেখানে কেবলই আকর্ষণ, রোমান্স এবং তার কথাই কল্পনা করবে।

 

যারা এসব ভিডিও দেখে তারা কোনভাবেই এক নারীতে সন্তুষ্ট থাকতে পারবে না।

আরো পড়ুনঃ ইন্টারনেট ব্যবহারে সন্তানের প্রতি এক মায়ের উপদেশ

সে পরিপাটি ও প্রদর্শনীমূলক আকর্ষণীয় দেহ দেখতে দেখতে স্ত্রীর প্রতি বিতৃষ্ণ হয়ে উঠবে। বিভিন্ন নারীর স্বাদ সে কামনা করবে।

 

এমনকি মাহরাম নারীদের প্রতিও তার কল্পনা ঐ দেহ প্রদর্শনীর জায়গায় চলে যাবে।

আরো পড়ুনঃ নারীরা কোন ধরনের পুরুষ কে বেশি পছন্দ করে

তাদের নিয়েও তার ভিতর মন্দ চিন্তা ও খাহেশাত জাগ্রত হতে থাকবে। আমাদের পরিবার ও সমাজে গোপনে গোপনে এরকম প্রবণতা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে।

 

কিন্তু দেখা গেছে পর্ণোগ্রাফির কথা শুনলে আমরা যতটা কপালে ভাজ আসা নেতিবাচক ধারণা রাখি,

ফেসবুক রিলস আর টিকটকের আসক্তির ক্ষেত্রে এই নেতিবাচকতাটা আমাদের ভিতর আসে না৷

অথচ ফলাফল ও প্রভাবের দিক থেকে এগুলো আরো ভয়াবহ।

আরও পড়ুনঃ ইসলামে স্ত্রী হিসেবে নারীর মর্যাদা

এরচেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে যে, একদম ভাত খাওয়া শেখা বাচ্চাকাল থেকেই এসব দেখে দেখে আমাদের একটা প্র বেড়ে উঠছে।

আমরা কিভাবে আশা রাখতে পারি এই প্রজন্ম চারিত্রিক পবিত্রতার বন্ধনে আবদ্ধ থাকবে!

 

মূলঃ ইফতেখার শিফাত হাফিঃ

 

──────⊱◈◈◈⊰──────

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পুরুষের গায়রত বা আত্মমর্যাদা কি

মুসলিমবিডি২৪ডটকম  গায়রত কী? সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত। একজন গায়রতহীন …

Powered by

Hosted By ShareWebHost