Breaking News
Home / আল হাদীস / কাদের দোয়া বেশি কবুল হয়

কাদের দোয়া বেশি কবুল হয়

(মুসলিমবিডি24ডটকম)

কাদের দোয়া বেশি কবুল হয়

عن ابي هريرة رضي الله عنه قال،قال رسول الله صلي الله عليه سلم ثلثة لا ترد دعوتهم،

الصائم حين يفطر (٢)و الامام العادل (٣) و دعوة المظلوم ىرفعها الله فوق الغمام وتفتح لها ابواب السماء ويقول لرب وعزتي لا نصرك ولو بعد حين

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসূুল্লাহ সাঃ ইরশাদ করেন তিন ব্যাক্তির দোয়া ফিরে আসে না অর্থাৎ নিঃসন্দেহে কবুল হয়।

(১) ইফতারের রোজাদারের দোয়া (২) ন্যায় পরায়ন বাদশা অর্থাৎ ঐ দায়িত্বশীল ব্যক্তি,

যে শরিয়তের পূর্ন অনুসরণ করে সাথে সাথে করে সবার সাথে।

(৩) এবং মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তায়ালা মেঘলার উপরে উঠিয়ে নিন এবং আকাশের দরজা সমুহ খুলে দেন।

আর রব্বে করিম ঘোষণা! দেন আমার ইজ্জতের আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ।  (তিরমিজি)

ের ভবিষ্যত উন্নতির জন্য পিতামাতার দোয়া অধিক কার্যকর

অন্য হাদীসে ইরশাদ হয়েছে সাঃ বলেন তিন ব্যাক্তির দোয়া কখনো ফিরে আসেনা, অর্থাৎ কবুল হয়।

(১) পিতা মাতার দোয়া সন্তানের জন্য। অতএব পিতামাতা যদি সন্তানের দ্বীনদারীর ব্যাপারে, ভবিষ্যত উন্নতির ব্যাপারে, দারিদ্র্যতা থেকে মুক্তির ব্যাপারে দোয়া করে অবশ্যই ত কবুল হবে ।

(২) মুসাফিরের দোয়া। মুসাফির সফররত অবস্থায় যে দোয়া করবে তা কবুল হবে।

(৩) । জেনে রাখতে হবে এইসকল ক্ষেত্রে শরীয়ত পরিপন্থী কোন দোয়া করা যাবে না। আল্লাহ আমাদের তাওফীক দান করুন।

বিশেষ ঘোষণা

আপনাদের স্বরচিত প্রবন্ধ পাঠাতে এবং ওয়েবসাইটে দিতে  যোগাযোগ করুন। +8801303721460

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পরিবেশ পরিচ্ছন্ন রাখার ফজিলত

পরিবেশ পরিচ্ছন্ন রাখার ফজিলত

(মুসলিমবিডি২৪ডটকম) পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই সুস্থ পরিবেশ। ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ইত্যাদি আমাদের …

Powered by

Hosted By ShareWebHost