Breaking News
Home / আকীকা / সন্তানের আকীকার সাথে পিতামাতার আকীকা আদায় হবে কি

সন্তানের আকীকার সাথে পিতামাতার আকীকা আদায় হবে কি

()সন্তানের আকীকার সাথে পিতামাতার আকীকা আদায় হবে কি

যদি আপনার জানা থা যে, আপনার এবং আপনার পিতা-তার আকীকা দেওয়া হয়নি।

তাই আপনি আপন সন্তানের আকীকার সাথে সকলের আকীকা করতে ইচ্ছুক। এ উদ্দেশ্যে বড় জন্তু খরিদ করলেন।তাহলে উক্ত আকীকা দুরুস্ত হয়ে যাবে।

আপনার বা আপনার পিতা-মাতার আকীকা যদি পূর্বে একবার করা হয়ে থাকে ,তা হলে দ্বিতীয়বার আর তা করা জায়েয নয়।

এমতাবস্থায় আপনার সন্তানের আকীকার সাথে সেগুলো করার অনুমতি নেই। বড় পশুর সবটুকু সন্তানের পক্ষ থেকে আকীকা হিসেবে যবেহ করে দিন।

অথবা ছাগল খরিদ করে আকীকা দিন। মনে রাখতে , র দিন ছাড়া অন্য দিনেও আকীকার জন্য বড় পশু যবেহ করা জায়েয।

(ফতওয়ায়ে রহিমিয়্যাহ ৬/১৭৯)

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Powered by

Hosted By ShareWebHost