Breaking News
Home / ইসলাম ধর্ম / সংসার জিবনে ঝগড়া বিবাদের ১৫টি কারণ

সংসার জিবনে ঝগড়া বিবাদের ১৫টি কারণ

(মুলিমবিডি২৪ডটকম)

সাংসারিক ঝগড়া কেন হয়

সংসার ে কলহের ১৫টি কারণ

 

১. দুজনের যেকোনো একজন দ্বীনের ব্যাপারে উদাসীন হলে।

 

২.স্ত্রীর চলাফেরা বেপরোয়া হলে, স্বামীর আদেশ না পালন করলে।পর্দা না করলে এবং বিভিন্ন পরের সাথে খোলামেলা চলাফেরা।

 

৩.স্বামী স্ত্রীর ঝে খারাপ অভ্যাস দীর্ঘদিন থাকলে যেমন নেশা,মাদক,পরী,পরপুরুষ, মোবাইল আসক্তি ইত্যাদি।

 

৪.স্বামী স্ত্রী কারও জীবনে অতীতে কলংকময় অধ্যায় থাকলে যা বারবার সামনে চলে আসে।

 

৫. স্বামী স্ত্রী দুজন দীর্ঘদিন আলাদা থাকলে।

 

৬.স্বামীর ছোট খাট প্রয়োজনে গুরুত্ব না দিলে

 

৭. স্ত্রীর অনুরোধ বা আবদার না রাখলে

 

৮.স্বামী স্ত্রীর ব্যক্তিগত বা পারিবারিক মান মর্যাদা রক্ষা না করলে।

 

৯.স্ত্রী ব্যক্তিগতভাবে ধনী এবং স্বামী গরীব হলে।

 

১০.স্ত্রী নিজের মা বাপ,ভাইবোনের প্রতি অতিরিক্ত মনোযোগী এবং স্বামীর পরিবারের প্রতি চরম উদাসীন হলে।

 

১১.পরষ্পরের যৌন চাহিদা  পূরণ না হলে

 

১২.স্বামীর প্রভূসুলভ আচরণ

 

১৩.পরষ্পরের প্রতি াস হারিয়ে ফেললে

 

১৪.স্ত্রী বাঁচাল, অতিরিক্ত হাত খরচ, নির্লজ্জ হলে

 

১৫.ছোট খাট সমস্যা বড় করে দেখলে!

 

আল্লাহ সবার সুন্দর সুখময় করে দিক।আমিন

অবাধ্য স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট ও দ্বীনের পথে আনার পদ্ধতি,

অপ্রাপ্ত বয়সে বিয়ের ক্ষতি

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost