Breaking News
Home / বিবাহ/শাদী / সিলেটে অবিবাহিতের হার বেশি হওয়ার নেপথ্যে কারণ কি

সিলেটে অবিবাহিতের হার বেশি হওয়ার নেপথ্যে কারণ কি

 

সিলেটের ভিতর অবিবাহিত বেশি কেন

নতুন ‘আদমশুমারির' পরিসংখ্যানে দেখা গেছে ী-ের হার ে বেশি৷

 

অবিবাহিতদের সংখ্যা বেশি মানে গোনাহের মাত্রা বেশি৷ বিষয়টা কিন্তু আশঙ্কার!

 

বিয়ের ক্ষেত্রে কয়েক রকমের বাধা আছে সমাজে৷

কিছু বাধা সব জায়গায় আছে৷ কিছু বাধা সিলেটকেন্দ্রিক৷

 

এক. ছেলে-মেয়ে চাইলেও অভিভাবকরা বিবাহে আগ্রহী না৷

বরং বিয়ের প্রয়োজনের জানালে নানা কথা বলে গোনাহ থেকে বাঁচতে ইচ্ছুক যুবক-যুবতীদের কোণঠাসা করে রাখা হয়৷

খাওয়াবে কে? এই প্রশ্ন সামনে আনা হয়৷ আবার তারাই বলেন রিযিক আল্লাহর হাতে৷

 

দুই. অভিভাবকরা চাইলেও ছেলে-মেয়ে বিয়ে করতে চায় না৷

তারা ক্যারিয়ার গড়ার শয়তানি ধোকায় প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত৷

অথচ বিয়ে ক্যারিয়ার গড়তে বাধা নয়, বরং ক্যারিয়ার গড়তে সহায়ক৷

 

তিন. সামাজিক বাধা৷ বড় ভাই হয়ত প্রবাসে আছে৷

দেশেও আসা হচ্ছে না৷ বিয়েও করা হচ্ছে না৷ কিংবা বড় ভাই দেশেই আছেন৷

বস্তুবাদি চিন্তায় বিয়ে করছেন না৷ এদিকে ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষায় বুড়ো হচ্ছে৷

গোনাহের আশঙ্কায় কষ্টে আছে৷

 

ছোট ভাই বড় ভাইয়ের আগে বিয়ে করলে নাকি সমাজ কী বলবে?

এই আশঙ্কায় অভিভাবক বিয়ে করাতে চায় না৷

এই সমস্যাটা সিলেটে বেশি৷ আরো কিছু সামাজিক বাধা আছে৷

 

চার. মেয়েকে বিয়ে দেয়ার ক্ষেত্রেও অভিভাবকরা উদাসীনতার পরিচয় দিচ্ছেন৷

উপযুক্ত জায়গা থেকে প্রচুর আলাপ এলেও পড়াশোনা শেষ করার অজুহাতে বিয়ে দেন না৷পরে আর আলাপও আসে না৷

 

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এমন যে,ছেলে হোক বা মেয়ে ২৮/৩০ বছর বয়সের আগে পড়াশোনা শেষ হয় না৷

 

পাঁচ. বাড়িয়ে বিয়েটা কঠিন করা হয়েছে৷

অধিকাংশ খরচই অনর্থক, অপচয়৷ এই অনর্থক খরচের ব্যাপারটা সিলেটে বেশি৷

আরো অনেক কুসংস্কার আছে, জাহিলিয়াত আছে, যার কারণে বিয়েটাকে কঠিন করা হয়েছে৷

 

বিয়ের ক্ষেত্রে যত বাধা আছে, দূর করতে

করতে হবে৷ না করলে অপরাধপ্রবণতা বাড়বে৷ অশান্তি সৃষ্টি হবে৷

এ ক্ষেত্রে অভিভাবকদের অগ্রণী ভূমিকা করতে হবে৷

আরো পড়ুন 

বিবাহের সময় যা যা পালনীয়, একাধিক বিবাহের প্রয়োজনীয়তা, অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের নামাজের ফজিলত, বিবাহ ও দাম্পত্য জীবন

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

নারী কোন ধরনের পুরুষদেরকে বেশি পছন্দ করেন

নারীরা কোন ধরনের পুরুষ কে বেশি পছন্দ করে

(মুসলিম বিডি টোয়েন্টিফোর ডটকম) প্রিয় পাঠক/পাঠিকা আজ আমি আপনাদের নিকট এমন একটি বিষয় শেয়ার করব, …

Powered by

Hosted By ShareWebHost