Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েয নয়

দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েয নয়

(মুলিমবিডি২৪ডটকম) দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েয নয়

দুনিয়ার মহব্বত সব ের মুল

আজ আমাদের পুরো র মধ্য দিয়েই কাটছে। কিন্তু প্রতিযোগিতাটা হচ্ছে,

কার থেকে কার টাকা এ নিয়ে।অমুক এত টাকা উপার্জন করেছে, আমি তার থেকে বেশি উপার্জন করবো।

অমুক এ কোয়ালিটির বাংলো বানিয়েছে, আমাকে বানাতে হবে আরো উন্নত বাংলো।অমুক এ মডেলের গাড়ি ক্রয় করেছে, আমাকে নিতে হবে আরো আধুনিক মানের গাড়ি।

অমুক এমন এমন আসবাব পত্র সংগ্রহ করেছে, আমাকে আরো উন্নত আসবাবপত্র সংগ্রহ করতে হবে। পুরো জাতি আজ এই প্রতিযোগিতায় লিপ্ত।

দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার পরিণাম

এই প্রতিযোগিতায় -হারামের পার্থক্য আজ মিটে গেছে। যখন দেমাগের মধ্যে এই ভূত সওয়ার হয়েছে যে,

দুনিয়ার সাজসজ্জায় অপরকে ছাড়িয়ে যেতে হবে, তখন তো হালাল অর্থ দ্বারা প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল।

অবশেষে হারামের পথে এগিয়ে যেতে হয়।এভাবেই আজ হালাল-হারাম একাকার হয়ে যাচ্ছে।

যেসব বিষয়ে প্রতিযোগিতা করা শরীয়তের দৃষ্টিতে দূষণীয়, সেসব বিষয়ে আজ প্রতিযোগিতায় ব্যস্ত।

আর যেসব বিষয়ে প্রতিযোগিতা করা শরীয়তের দাবি, সেসব বিষয়ে আজ মানুষ পিছিয়ে রয়েছে।

আরো পড়ুন 👉👉  দ্বীনের মাঝেই দুনিয়ার শান্তি, সাহাবায়ে কেরামের জীবনাদর্শ আমাদের জন্য মূল নয়

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

শিক্ষকের মর্যাদা ও কর্তব্য

শিক্ষকের মর্যাদা ও কর্তব্য

(মুসলিমবিডি২৪ডটকম) এ পৃথিবীতে শিক্ষকতার আসনটি সবচেয়ে বেশি মর্যাদাশীল। এর চেয়ে অধিকতর সম্মানজনক কোন পদ আছে …

Powered by

Hosted By ShareWebHost