Breaking News
Home / জীবনী / জাস্টিস মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সংক্ষিপ্ত জীবনী

জাস্টিস মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সংক্ষিপ্ত জীবনী

(২৪ডটকম) জাস্টিস মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানীর সংক্ষিপ্ত জীবনী

মুফতি তাকী ীর জীবনী

বিচারপতি মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব।

তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের

এবং ১৯৮২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

তাকী উসমানীর জন্ম

মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী ৫ শাওয়াল ১৩৬২ হিজরী মোতাবেক ১৯৪৩ সালের ৫ অক্টোবর

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন।

পরবর্তীতে ভারত বিভাগের পর ১৯৪৮ সালের ১ মে তার পরিবার হিজরত করে পাকিস্তান গমন করেন।

তার বাবা হলেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি শফি রহঃ। মাওলানা তাকী উসমানী পাঁচ ভাইবোনের মাঝে দ্বিতীয়।

তাঁর বংশধারা ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাযিঃ সাথে মিলিত হয়েছে।

জীবন

পরিবারে মায়ের কাছেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। মার কাছেই তিনি উর্দু ও ফার্সি ভাষার প্রাথমিক পাঠ গ্রহণ করেন।

১৯৫৩ খ্রিস্টাব্দে দশ বছর বয়সে তিনি দারুল উলুম করাচীতে ভর্তি হন।

১৯৫৯ খ্রিস্টাব্দে তিনি এই প্রতিষ্ঠান থেকেই দরসে নেযামী সিলেের সর্বোচ্চ স্তর দাওরা হাদীস সমাপন করেন।

দাওরা হাদীসের কেন্দ্রীয় পরীক্ষায় তিনি সর্বকালের সেরা নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

এরপর তিনি তাঁর পিতা মুফতি শফী উসমানী রহঃ এর তত্ত্বাবধানে ইসলামী ফিকহে উচ্চতর শিক্ষা অর্জন করেন।

১৯৬১ খ্রিস্টাব্দে তিনি দারুল উলুম করাচী থেকে ফিকহ ও ফতোয়ার উপর তাখাসসুস (পি এইচ ডি এর সমমানের ডিগ্রি) সম্পন্ন করেন।

১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাজনীতি বিজ্ঞানে বি. কম এবং ১৯৭০ খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি. পাশ করেন।

এছাড়া তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে এম.এ ডিগ্রিও অর্জন করেন।

তিনি শায়খ হাসান মাশাত, মুফতি মুহাম্মদ শফী উসমানী, মাওলানা ইদ্রিস কান্ধলভি, মুফতি রশিদ আহমদ লুধিয়ানভী

এবং শায়খুল হাদীস মুহাম্মদ যাকারিয়া কান্ধলভির কাছ থেকে হাদীস বর্ণনার ইজাযত (অনুমতি) গ্রহণ করেন।

তাসাউফ

তাসাউফের গুরুত্ব অনুধাবন করে দেওবন্দের আলিমদের ধারা অনুসারে তিনি আশরাফ আলী থানভী রহঃ এর খলিফা

শায়খ ডা. আব্দুল হাই আরিফী রহঃ এর হাতে বায়আত হন। ১৯৮৬ খ্রিস্টাব্দে ডা. আব্দুল হাই আরিফী রহঃ ্যুবরণ করেন।

তখন তিনি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহঃ এর আরেক খলিফা মাসীহুল্লাহ খান রহঃ থেকে বায়আত গ্রহণ করেন।

১৯৫৯ খ্রিস্টাব্দে দাওরা হাদিস সমাপনের পর থেকেই তিনি দারুল উলুম করাচি অধ্যাপনা করে আসছেন।

১৯৮২ খ্রিস্টাব্দ থেকে ২০০২ খ্রিস্টাব্দের মে মাস পর্যন্ত তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

‘মিজান ব্যাংক' প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানে সর্ব তিনিই ইসলামী ব্যাংকিং চালু করেন।

তাকী উসমানী আন্তর্জাতিক একাডেমী( ওআইসির একটি শাখা সংস্থা) এর একজন স্থায়ী সদস্য।

৯ বছর তিনি আন্তর্জাতিক একাডেমির ভাইস চেয়ারম্যানও ছিলেন।

২০০৪ সালের মার্চ মাসে মাওলানা তাকী উসমানীকে দুবাইয়ে আন্তর্জাতিক ইসলামী অর্থনীতি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ইসলামী অর্থনীতিতে অবদান অর্জনের কারণে বিশেষ সম্মাননা প্রদান করেন।

প্রতি সপ্তাহের রবিবার তিনি করাচির দারুল উলুম মাদ্রাসায় তাজকিয়া তথা আত্মশুদ্ধি ে বয়ান করেন।

বর্তমানে তিনি দারুল উলুম করাচিতে সহীহ বুখারী এবং ইসলামী অর্থনীতির দরস দেন।

১৯৭০ সালে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর আমলে পাকিস্তান ন্যাশনাল এসেম্বলি কর্তৃক কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ব্যাপারে আলেমদের মধ্য হতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

জেনারেল জিয়াউল হকের শাসনামলে হদ্দ, ক্বিসাস এবং দিয়ত সম্পর্কিত আইন প্রণয়নে তিনি অগ্রবর্তী ভূমিকা পালন করেন।

১৯৬৭ সাল থেকে তিনি উর্দু মাসিক পত্রিকা আল-বালাগ এবং ১৯৯০ সাল থেকে ইংরেজি মাসিক পত্রিকা আল-বালাগ ইন্টার্নেশনাল এর প্রধান সম্পাদক পদে আছেন।

ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কে তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে বহু প্রবন্ধ লিখেছেন।

তিনি আরবি, উর্দু এবং ইংরেজি ভাষায় ষাটের অধিক গ্রন্থের রচয়িতা। তাঁর রচিত অধিকাংশ বাংলায় অনূদিত হয়েছে।

আরো পড়ুন 👇

হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী(র.)ঃহাতিম আল-ফেরদৌসী, মাওলানা তারেক জামীল সাহেবের অমূল্য নসিহত

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

আমার পরম মুরব্বী হযরতুল উসতায রহঃ

আমার পরম মুরব্বী হযরতুল উস্তায রহঃ

(মুসলিমবিডি২৪ডটকম) بسم الله الرحمن الرحيم “আর অবশ্যই হযরত পালনপুরী ছাহেবের মজলিসে বসবেন।”  মাদারে ইলমি দারুল …

Powered by

Hosted By ShareWebHost