Breaking News
Home / ইসলামিক নিউজ / ঈমান ভঙ্গের কারণসমূহ

ঈমান ভঙ্গের কারণসমূহ

(মুলিমবিডি২৪.কম)

ঈমান ভঙ্গের কারণসমূহ

ঈমান ের কারণসমূহ সম্পর্ জানা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন

১. الشرك في عبادة الله তথা ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা বা অংশীদার স্থাপন করা।

২. কেউ যদি এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করে, আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম করে, তাদের উপর ভরসা করে এবং প্রার্থনা করে।

৩. কেউ যদি কাফির এবং মুশরিকদেরকে কাফির মনে না করে অথবা তাদের কুফরীর ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের কে সঠিক মনে করে।

৪. নবী করীম (সাঃ)-এর দেখানো পথ ব্যতীত অন্য কোন পথ পরিপূর্ণ মনে করা বা উত্তম মনে করা রাসূল (সাঃ)'র সংবিধানের চেয়ে,

অন্য কারো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করা বা উত্তম মনে করা তার হুকুমের চেয়ে অন্য কারো হুকুমকে পূর্ণাঙ্গ মনে করা।

রাসূল (সা.)'র ফায়সালার চেয়ে অন্য কারো ফায়সালাকে উত্তম মনে করে।

৫. যদি কেউ রাসূল (সাঃ)-এর আনিত বিধানের কোন অংশকে অপসন্দ করে কেউ যদি রাসূল (সাঃ)'র আনিত কোন বিষয়কে অপছন্দ করে,

যদিও সে ের উপর আমল করছে কিন্তু সে মনে মনে রাসূল(সাঃ)'র আনিত কোন বিষয়কে যদি অপছন্দ করে।

৬. দীনের কোন বিষয়কে নিয়ে উপহাস করা, দীনের কোন বিষয়কে তুচ্ছ-তাচ্ছিল্য করা, ঠাট্টা-বিদ্রূপ করা।

৭. যাদু করা যাদু শিখা যাদু শিক্ষা দেয়া।

৮. মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিপক্ষে কাফিরদেরকে সাহায্য-সহযোগিতা করা।

৯. কাউকে ের ঊর্ধে মনে করা।

১০. আল্লাহ মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া দীন থেকে বিমুখ থাকা, দীন শিক্ষা করতে না চাওয়া দীনের উপর আমল না করা।

আল্লাহর নিকট তৌফীক চাই আল্লাহ যেনো সবাইকে সঠিক বুঝ দান করেন।

আরো পড়ুন

পৃথিবীতে কেউ শতভাগ সুখী নয়,মাওলানা তারেক জামীল সাহেবের অমূল্য নসিহত,যে কোনো সমস্যা ও দুঃখ-কষ্টে সহজ পাঁচটি আমল,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

তোহ্ফায়ে সুন্নাহ্

এস্তেঞ্জার আদব ও সুন্নতসমূহ   ১. এস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া। (মুসান্নাফে …

Powered by

Hosted By ShareWebHost