Breaking News
Home / ইসলামিক নিউজ / যে কোনো সমস্যা ও দুঃখ-কষ্টে সহজ পাঁচটি আমল

যে কোনো সমস্যা ও দুঃখ-কষ্টে সহজ পাঁচটি আমল

(মুসলিমবিডি২৪.কম)

যে কোনো সমস্যা ও দুঃখ-কষ্টে সহজ পাঁচটি আমল

بسم الله الرحمن الرحيم

পাঁচটি আমল নিম্ন দেয়া হলো

১. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করা একজন সাহাবি নবীজিকে বলেছিলেন,

তাঁর উপর প্রচুর দরুদ পাঠ করবেন তখন নবীজি তাঁকে বলেন, যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা

এবং তোমার সমূহ ক্ষমা করা হবে[তিরমিযি: ৪/৫৪৯, হাকিম: ২/৪৫৭, আত তারগিব: ২/৪৯৮; হাদিসটি সহিহ]

.
২. ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে,

আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার ের ব্য্থা করে দেবেন।

[আবূ দাউদ: ১৫২০, ইবনে মাজাহ: ৩৮১৯, তাবরানি: ৬২৯১] .
৩. নফল সালাত আদায় করা (২ রাকাত) মহান আল্লাহ্ বলেন, হে ইমানদারগণ তোমরা সবর (ধৈর্য) ও াযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।

আর নিশ্চয়ই একাজ বিনয়ী ও খোদা ভীরু ছাড়া অন্যদের জন্য খু কঠিন।
[সুরা বাকারা: ৪৫]

৪. সাদাকাহ (দান) করা আল্লাহ্ বিভিন্ন ে আমাদেরকে দুঃখ-কষ্টে নিপতিত করেন কখনো পরীক্ষা করার জন্য কখনো শাস্তিস্বরূপ।

এমতাবস্থায় আল্লাহ্কে খুশি করার বিকল্প নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

“অবশ্যই সাদাকা আল্লাহ তা‘আলার ক্রোধকে ঠান্ডা করে, আর খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করে।
[তিরমিযি: ১৯০৯] .
৫. দু'আ করা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যমিনের বুকে যেকোন মুসলিম আল্লাহর কাছে কোন দু'আ করলে –

যে দু'আর মধ্যে কোন পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোন দু'আ না থাকে – আল্লাহ্ তার দু'আ কবুল করবেনই।

তাকে তার প্রার্থিত বস্তু দিবেন অথবা তদানুসারে তার কোন বিপদ কাটিয়ে দিবেন।”
[তিরমিযি: ৫/৫৬৬, হাকিম: ১/৬৭০; হাদিসটি সহিহ] .
অতএব, আমাদের ে যে কোনো দুঃখ, কষ্ট, বিপদআপদ আসুক আমরা মোটেও ঘাবড়াবো না এই আমলগুলো করব আর আল্লাহর নিকট দু'আ করবো।

ইনশাআল্লাহ্ সকল সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন

ইস্তেগফারের উপকারিতা,মাওলানা তারেক জামীল সাহেবের অমূল্য নসিহত,তওবা করার শর্ত কী?,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

5 মে বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ের অজানা তথ্য।

বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ের অজানা তথ্য

(মুসলিম বিডি24ডটকম) ৫ই মে নৃশংস গণহত্যা ২০১৩ সাল বাংলার ইতিহাসে কালো এক অধ্যায়…   এই …

Powered by

Hosted By ShareWebHost