Breaking News
Home / ইসলাম ধর্ম / আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রাসুল সাঃ এর সুন্নত মিসওয়াক

আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রাসুল সাঃ এর সুন্নত মিসওয়াক

(বিডি২৪ডটকম) আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রাসুল সাঃ এর সুন্নত মিসওয়াক

ভুমিকা

তাআলা এই পৃথিবীতে মানবের কল্যাণে রাসুল সাঃ কে প্রেরণ করেছেন। ইরশাদ করেন,

আমি তোমাকে ীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সত্যিই রাসুল সাঃ বিশ্ববাসীর জন্য রহমত।

রাসুল সাঃ এর অনুসরণের মাধ্যমে আখেরাতে যেমন উপকৃত হওয়া যায়, ঠিক তেমনিভাবে তেও তার দ্বারা উপকৃত হওয়া অবশ্যম্ভাবী।

রাসুল সাঃ এর সুন্নত

রাসুল সাঃ এর প্রত্যেক সুন্নতের মাঝেই মানবের জন্য অনেক উপকার নিহিত রয়েছে। আগেকার বিজ্ঞানীরা যদিও রাসুল সাঃ এর সুন্নত নিয়ে

উপহাস করত; কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক গবেষণা করে এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, রাসুল সাঃ এর সুন্নতের মাঝে

অসংখ্য উপকার বিদ্যমান। সুন্নত সমুহের মধ্যে পূর্ণ এক সুন্নত হল মিসওয়াক।

মিসওয়াক

অনেক বিজ্ঞানী গাছের ডাল দ্বারা মিসওয়াক করাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখেন। কিন্তু জনৈক বিজ্ঞানী একটি নিমের ডাল পরীক্ষা করে দেখেন,

নিমের ডালের মধ্যে এমন পদার্থ রয়েছে যা মুখ ও দাতের জীবাণু নষ্ট করে এবং দাতের মাড়ি কে শক্ত করে।

মিসওয়াক ব্যবহার করলে চোখের জ্যোতি নষ্ট হয় না, এর দ্বারা স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং চিন্তার মধ্যে স্বচ্ছতা আসে।

অথচ এ বিষয়গুলো রাসুল সাঃ ১৪০০ বছর পূর্বে বলে গিয়েছেন যা এখন তারা বুঝতে পারছেন।

আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে মিসওয়াকের উপকারীতা

# াজের পূর্বে মিসওয়াক করতে বলার হিকমত হলো, মিসওয়াক না করলে দাতের ফাকে ফাকে খাদ্যকণা আটকে থাকে

যার দ্বারা নামাজের একাগ্রতা নষ্ট হয় এবং মুখের দ্বারা অন্য নামাজী কষ্ট পায়।

# সুইজারল্যান্ডের এক ের মাড়িতে কঠিন ের সৃষ্টি হয়, যার চিকিৎসা তদানীন্তন ডাক্তারের নিকট ছিল দুরূহ ব্যাপার।

কিন্তু তিনি মিসওয়াক করতে শুরু করলে রোগ থেকে মুক্তি পান।

# হেকিম এস, এম, ইকবাল “জাহান” নামক পত্রিকায় লিখেন যে, এক ব্যক্তির হৃদপিন্ডের ঝিল্লিতে অনেক পুজ জমা হয়।

অনেকবার চিকিৎসা ও অপারেশনের পরও কোন ফল হয়নি। পরে ডাক্তার তাকে পীলু বৃক্ষের মিসওয়াক ব্যবহার করতে বলেন।

এতে সে আরোগ্য পায়, কারন রোগটি ছিল তার দাতে। এছাড়াও মিসওয়াক ব্যবহারে আরো অনেক উপকার রয়েছে।

শুধু মিসওয়াক নয়, রাসুল সাঃ এর প্রত্যেক সুন্নত ের মধ্যে অগনিত পার্থিব ও অপার্থিব ফায়দা রয়েছে।

তাই প্রত্যেক মুসলমানের জন্য উচিত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবনের প্রতিটি মুহুর্ত রাসুল সাঃ এর সুন্নত অনুযায়ী পরিচালনা করা

প্রিয় পাঠক-পাঠিকা! আসুন, আমরা রাসুল সাঃ এর প্রত্যেক ছোট বড় সুন্নত অনুসরণে সচেষ্ট হই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost