Breaking News
Home / ইসলাম ধর্ম / গুগল এডসেন্স থেকে উপার্জিত টাকা কি জায়েয

গুগল এডসেন্স থেকে উপার্জিত টাকা কি জায়েয

()

গুগল এডসেন্স থেকে উপার্জিত টাকা কি জায়েজ

মূলত গুগল অ্যাডসেন্স (Google AdSense) হলো একটি অ্যাডভারটাইজিং মাধ্যম।

নিজস্ব চ্যানেল,ফেসবুক বা ওয়েবসাইটে গুগল বরাবর অনলাইন দরখাস্ত করলে যদি তারা এক্সেপ্ট করে,

তাহলে চ্যানেলের উপর গুগল অ্যাড যুক্ত করে দেয়। এ অ্যাডগুলো কখনো হালাল হতে পারে আবাব হারাম র অথবা অশ্লীল নারীদের মাধ্যমে হয়ে থাকে।

নিজস্ব মনমত বাছাই করার অধিকার এডমিনের থাকে না।

অবশ্য অশ্লীল বা হারাম ক্যাটাগরি লক করা যায়। কিন্তু সে ক্ষেত্রেও,

১. সর্বোচ্চ ২০০ ক্যটাগরি লক করা যায়। এর বাহিরেও হারাম অ্যাড আসতে পারে।

২. আবার একেক দেশের ভিউয়ারদের জন্য একেক রকম অ্যাড চলে যায়।

ফলে অশ্লীল বা হারাম অ্যাড বন্ধ করা এডমিনের পক্ষে সম্ভবপর হয় না। ফলে এটা জায়েয হবে না।

সুতরাং অ্যাডগুলো যেহেতু অশ্লীল ও হারাম পণ্যের হয়েই থাকে,

সেহেতু অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জিত টাকা জায়েয হবে না। কেননা, গুনাহর প্রচার ও তার সহযোগিতা করা উভয়টিই হারাম। তাআলা বলেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ

অর্থ: তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো,

গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না।

আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা'আলা কঠোর শাস্তিা। (সূরা মায়েদা ২)

অপর াতে আল্লাহ তা'য়ালা বলেন,

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

অর্থ: যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক,

তাদের জন্যে ইহাকাল ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জান না। (সুরা নুর, আয়াত: ১৯)

উপরন্তু স: বলেছেন,

عن أبي هريرة قال قال رسول الله صلي الله عليه وسلم مَن دَعا إلى هُدًى، كانَ له مِنَ الأجْرِ مِثْلُ أُجُورِ مَن تَبِعَهُ، لا يَنْقُصُ ذلكَ مِن أُجُورِهِمْ شيئًا

، ومَن دَعا إلى ضَلالَةٍ، كانَ عليه مِنَ الإثْمِ مِثْلُ آثامِ مَن تَبِعَهُ، لا يَنْقُصُ ذلكَ مِن آثامِهِمْ شيئًا

অর্থ: হযরত আবু হুরায়রা রা: বলেন, রসুলুল্লাহ স: বলেছেন, যে লোক সঠিক পথের দিকে ডাকে,

তার জন্য সে পথের অনুসারীদের প্রতিের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না।

আর যে লোক গুনাহর দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের গুনাহর অনুরূপ গুনাহ বর্তাবে।

এতে তাদের গুনাহগুলো সামান্য হালকা হবে না।সূত্র: সহিহ মুসলিম হাদিস-২৬৭৪ আবু দা-৪৬০৯

ইবনে হিব্বান-১১২ তিরমিযি-২৬৭৪ ইবনে মাজাহ-২০৬ আহমাদ-৯১৬০

অবশ্য পরবর্তি সময়ে যদি কখনও অনৈসলামিক সকল অ্যাডগুলো বন্ধ রেখে বৈধ অ্যাডগুলো প্রচার করে ইনকাম করতে পারে, তাহলে তা থেকে প্রাপ্ত ইনকাম হালাল হবে।

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost