Breaking News
Home / ইসলামিক নিউজ / মাওলানা সা’দ কান্ধলভির কামরায় পুলিশি তল্লাশি মামলা আরো গুরুতর

মাওলানা সা’দ কান্ধলভির কামরায় পুলিশি তল্লাশি মামলা আরো গুরুতর

(বিডি২৪ডটকম)

সাদ কান্ধলভির বাসায় পুলিশের তল্লাশি

بسم الله الرحمن الرحيم

ভারতের দিল্লির নিযামুদ্দিনে ওলানা সাদের কামরায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে খবার পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত মার্চ মাসে তাবলিগ ের মুরব্বিদের বিরুদ্ধে করা মামলায়

অনিচ্ছাকৃত হত্যার ধারা নতুন করে সংযুক্ত করেছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

সূত্রমতে জানা যায়, করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থে

আগেই তাবলিগ জামাতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল।

এবার তার সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত হত্যার ধারা সংযুক্ত করা হলো।

শুধু তাই নয়, পুলিশ মারে আসা তহবিল ও লেনদেনের নথিপত্রও তল্লাশি করে।

মাওলানা সাদের দের প্রাথমিক করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে তাবলিগ জামাতের দিল্লির মারকাজে যোগ দেয়া এক হাজার ৮৯০ বিদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।

এ ছাড়া মারকাজের সঙ্গে যুক্ত ১৮ জনকে নোটিশ দিয়ে তাদের তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিহারের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ৫৭ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিহার পুলিশ।

তাদের পাসপোর্টও আটক করা হয়েছে। ৫৭ বিদেশি নাগরিকের মধ্যে পাটনা থেকে ১৭, কিষাণগঞ্জ থেকে ১১,

আরারিয়া থেকে ১৮ এবং বাক্সার থেকে ১১ জনকে গ্রেফতার করে কারাগারে ানো হয়েছে।

এ বিষয়ে বিহারের কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশীষ বলেন,

পর্যটন ভিসায় ১০ ইন্দোনেশীয় এবং একজন মালয়েশিয়ার নাগরিক এসে তারা ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন।

তারা কিষাণগঞ্জে আসার বিষয়ে স্থানীয় পুলিশকে কিছুই জানাননি বলেও পুলিশ সুপার কুমার আশীষ জানান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তোহ্ফায়ে সুন্নাহ্

এস্তেঞ্জার আদব ও সুন্নতসমূহ   ১. এস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া। (মুসান্নাফে …

Powered by

Hosted By ShareWebHost