Breaking News
Home / ফেরেস্তাগণ / যে তিনটি জিনিস থাকলে ঘরে ফেরেশতা প্রবেশ করেন নাঃনঙ্গে আসলাফ আফজল

যে তিনটি জিনিস থাকলে ঘরে ফেরেশতা প্রবেশ করেন নাঃনঙ্গে আসলাফ আফজল

(মুলিমবিডি২৪ডটকম)

যে তিনটি জিনিস থাকলে ঘরে ফেরেশতা প্রবেশ করেন নাঃনঙ্গে আসলাফ আফজল

بسم الله الرحمن الرحيم

হাদিসের ভাষ্যমতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কারো ে থাকলে ের ফেরেশতা সে ঘরে প্রবেশ করেন না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,

لا تدخل الملائكة بيتا فيه كلب ولا صورة ولا جنب

অর্থাৎ যে ঘরে কুকুর,বা কোন প্রাণীর ছবি, বা জুনুবি(সহ বা স্বপ্নদোষের ে অ ব্যক্তি) থাকবে সে ঘরে () ফেরেশতা প্রবেশ করেন না।

মাসআলাঃ

কোনধরনের কুকুর বাড়িতে রাখা জায়েয।

যে কুকুর বাড়িতে রাখা হয় শিকার বা পাহারিদারির জন্য এমন কুকুর বাড়িতে রাখা জায়েয।

তাছাড়া পশ্চিমা সভ্যতা লালন করে কুকুর ভালবেসে বাড়িতে রাখা,ইত্যাদি না জায়েয।এগুলোর কারণে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।

মনে রাখবেন!

আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে,আর ঐ ঘরে আপনার ্যু হয়,

তাহলে আপনার রূহ কবয করে আযাবের ফেরেশতাদের নিকট স্থানান্তরিত করা হবে।তখন কি উপায় হবে আপনার/আমার! ভেবে দেখা দরকার।

কোন ছবি ঘরে রাখা না জায়েয

যেকোনো প্রাণী চাই মানুষ হোক বা পশু- পাখি।এগুলোর ছবি রাখা না যায়েয।তবে প্রাণী ব্যতীত অন্য canary রাখা জায়েয।

হ্যাঁ! একান্ত প্রয়োজন যদি হয়,তবুও ছবি উঠাতে পারবে । তবে ঘরের দেয়ালে ঝুলন্ত রাখবে না।

কারণ শরীফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

اشد العذاب يوم القيامة المصورون         অর্থাৎ কিয়ামতের দিন ছবি ও ঠানে ওয়ালার কঠিন থেকে কঠিনতম আযাব হবে।

জুনুবী

জুনুবী কাকে বলে?

সহবাস তথা স্বামী-স্ত্রীর মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে জুনুবী বলে।চাই সে পুরুষ হোক কিংবা মহিলা।

জুনুবী ব্যক্তির উপর গোসল ফরজ।গোসল ব্যতীত কোন ইবাদত তার গ্রহনযোগ্য নয়।

এমন ব্যক্তি যদি অলসতা করে গোছল না করে ঘরে বসে তাকে,তাহলে ঐ ঘরে ফেরেশতা প্রবেশ করে না।

তাই আসুন এসকল বিষয় থেকে নিজে বাচি অন্যকে বাচাই।

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Powered by

Hosted By ShareWebHost