(মুসলিমবিডি২৪ডটকম)

হযরত উম্মে সালামা রা: এর নাম ছিল হিন্দা,প্রথমে আবু সালামা রাঃ এর সাথে বিবাহ হয়েছিল।
আবু সালামা রাঃ এর ইন্তেকালের পর,৪র্থ হিজরীতে জমাদিউস সানি মাসে,কন্য বর্ননায় ৩য় হিজরীতে রাসুল সাঃ এর সাথে বিবাহ হয়।
বর্নিত আছে যে,রাসুল সাঃ এর সকল স্ত্রীদের মধ্যে তিনি সর্বশেষে ইন্তেকাল করেন।
উম্মুল মুমিনীন হযরত যয়নব বিনতে জাহশ রাঃ
হযরত যয়নব বিনতে জাহশ রাঃ রাসুল সাঃ এর ফুফাতো বোন ছিলেন।নবী করীম সা:তার বিবাহ হযরত যায়েদ ইবনে হারেছার সাথে দিতে চেয়েছিলেন।
যিনি রাসুল সাঃ এর আযাদকৃত গোলাম ছিলেন।এবং রাসুল সাঃ তাকে স্বীয় পালক পুত্র বানিয়ে নিয়ে ছিলেন।
কিন্তু হযরত যায়েদ রাঃ এর সাথে যেহেতু গোলাম শব্দ যুক্ত হয়ে গিয়েছিল,তাই হযরত যয়নব রাঃ এ বিবাহে সম্মতি দিলেন না।
অবশেষে নবীজীর হকুম পালনার্থে রাজি হয়ে গেলেন।প্রায় এক বছর তিনি যায়েদ রাঃ এর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
কিন্তু যেহেতু আন্তরিক মিল-মুহাব্বাত ছিল না,তাই সর্বদা মনকষাকষি চলতে থাকতো।হযরত যায়েদ রাঃ,
অপারগ হয়ে নবীজীর খেদমতে উপস্থিত হয়ে তালাক প্রদানের অনুমতি চাইলেন।নবীজী তাকে বুঝিয়ে তালাক দেওয়া হতে বিরত রাখেন।
তারপরও যখন বনিবনা হল না,তখন যায়েদ রাঃ তাকে তালাক দিয়ে দিলেন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

