Breaking News
Home / জরুরী মাসাইল / মিসওয়াকের স্থলে টুথপেষ্ট এবং ব্রাশ ব্যবহার

মিসওয়াকের স্থলে টুথপেষ্ট এবং ব্রাশ ব্যবহার

(২৪ ডটকম)

মিসওয়াকের স্থলে টুথপেষ্ট এবং ব্রাশ ব্যবহার

এখানে পৃথক পৃথক দুটি ুন্নাত রয়েছে। একটি হচ্ছে পরিষ্কার করা। অপরটি হচ্ছে “মাসনূন মিসওয়াক” ব্যবহার করা।

অতএব , কিংবা মাজন যদি তা পবিত্র হয়ে থাকে তাহলে এর দ্বারা প্রথমোক্ত সুন্নাত আদায় হয়ে যাবে।

কিন্তু “মাসনূন মিসওয়াক” ব্যবহার যে সুন্নাত তা আদায় হবে না। এই সুন্নাত কেবল গাছের ডাল দ্বারাই আদায় হবে।

আর টুথপেষ্ট বা ব্রাশ যদি শুকরের পশম দ্বারা তৈরি হয় তবে তা ব্যবহার করা আদৌ বৈধ নয়।

স্মরণ রাখা দরকার যে, মাসনূন মিসওয়াক ব্যবহারের মধ্যে দাত ও মাড়ীর ফায়দা সহ মোট ৭০টি ফায়দা রয়েছে।

সবথেকে বড় ফায়দা যেটি হল মৃত্যুর সময় কালিমা নসিব হবে। যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে তার মত ভাগ্যবান আর কে হতে পারে।

টুথপেষ্ট, ব্রাশ কিংবা মাজন ব্যবহারে যদিও সাময়িক সৌন্দর্য অর্জিত হয় কিন্তু তদ্বারা এরকম ফায়দা অর্জন হয়না।

অধিকন্তু, টুথপেষ্ট এবং ব্রাশ কৃত্রিম জিনিস,  আর কৃত্রিম জিনিস ব্যবহারে কিছুটা হলেও অশুভ প্রতিক্রিয়া দেখা দেয়ই।

ব্রাশের ব্যবহারে অভ্যস্ত হলে দাতের মাড়ী, তালু বা জিহ্বায় সমস্যার সৃষ্টি হতে পারে। একই ব্রাশ অধিক ব্যবহারে ব্রাশটি জীবাণুর ঘাঁটিতে পরিণত হতে পারে।

কিন্তু মিসওয়াক ব্যবহারে এ রকম কোন আশংকা নেই, সম্পূর্ণ নিরাপদ। মিসওয়াকের আশ বা ফাইভারগুলো নরম ও প্রাকৃতিক বিধায় মাড়ী,

তালু বা য় কোন সমস্যারও সৃষ্টি করে না। মিসওয়াক যত ব্যবহার করা যায় তা ততই ক্ষয় হতে থাকে এবং নতুন আশ সৃষ্টি হতে থাকে।

বিধায়, মিসওয়াকে কখনো জীবাণু জন্মাতে পারে না। পরন্তু ব্রাশ বা পেষ্ট ব্যবহার মোসলমানদের নির্দেশনও নয়।

তাই টুথপেষ্ট বা ব্রাশ ব্যবহারে অভ্যস্ত না হওয়া ভাল, মিসওয়াক ব্যবহারে অভ্যস্ত হওয়াই উচিত।

সেন্টের মধ্যে মিশ্রিত থাকে। আঙ্গুরের রস থেকে বের করা এলকোহল মিশ্রিত সেন্ট ব্যবহার সম্পূর্ণ হারাম।

আঙ্গুর ছাড়া অন্য কোন কিছুর রস থেকে বের করা এলকোহল মিশ্রিত সেন্ট ব্যবহার হারাম নয়। আর সেন্টের মধ্যে কোন ধরণের এলকোহল মিশ্রিত থাকে তা নিশ্চিতরূপে জানা থাকে না।

আর অনিশ্চিত বা সন্দেহযুক্ত থাকার ে কোন কিছুকে হারাম বলা যায়না। বিধায়, সেন্ট ব্যবহার হারাম নয়। তবে এ ধরণের সন্দেহযুক্ত বস্তু পরিত্যাগ করা উচিত।

(ফাতাওয়ায়ে মাহমূদিয়্যাহ-৫/১৮৩

রহীমিয়্যাহ-৬/২৭৭)

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost