(মুসলিমবিডি২৪ ডটকম)

ছেলে মাকে বলছে, আম্মু তুমি আমার জন্য জীবনে বহুত কষ্ট করেছো, বলো তোমার কি খেতে মনে চায়? আমি আজ তোমার ঋন পরিশোধ করবো!
আম্মু বলছে বাবা তাহলে বাজার থেকে একটি পাঁকা আম নিয়ে আয়। তারপর ছেলে রাত্রে পাঁকা একটা আম নিয়ে এলো।
আম্মু বলছে বাবা আমটা তোমার বুকে উপরে রেখে ঘুমিয়ে যাও, যখন আমি চাইবো তখনি দিও। ছেলে ঘুমিয়ে গেলে পিঠের নিচে পরে আমটা চ্যাপটা হয়ে যায়!
সকাল বেলা আম্মু এসে আমটা চাচ্ছে ছেলের কাছে? ছেলে বলছে আম্মু আমটা পিঠের নিচে পরে চ্যাপটা হয়ে গেছে!
ছেলে বলল মা দরকার হলে আমি আরো ১টি পাঁকা আম এনে দিবো। আম্মু কাতর গলায় বলল।
বাবারে তোমাকে আমি পৌষ মাসের শীতে ডান কাদে শুয়ায়ছি পেশাব করে দিয়েছিস!বাম কাদে শুয়ায়াছি পেশাব করে দিয়েছিস!
তারপর বুকের উপর শুয়ায়ছি পেশাব করে দিয়েছিস! কই একদিনের জন্য তোকে পিঠের নিচে তোরে ফালাইনি!
তুই কি করে বললে আম্মুর ঋন শোধ করে দিবি? দুনিয়াতে কেবল মাত্র মাতা-পিতা তার আদরের সন্তানকে শর্তহীন ভাবে ভালবাসে।
আম্মু ও আম্মু কথাটি ছোট অতি, কিন্তু প্রতিটি সন্তানের জীবনে শ্রেষ্ঠ উপহার হচ্ছে তার আব্বু ও আম্মু !
একটা বার কি মাতা-পিতার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে ইচ্ছা হয়না। হে আল্লাহ! আমার এবং আমাদের সকলের মাতা-পিতা, যারা বাচিয়া আছেন।
তাদেরকে নেক হায়াত দান কর। এবং তোমার নেক বান্দা ও বান্দি হিসাবে তাদেরকে কবুল কর। সুস্থতার সহিত জীবন যাপন করার তাওফিক দান করুন।
আর যারা কবর জগতে চলে গেছেন তাদের কবর কে জান্নাতুল ফিরদউস বানিয়ে দাও, সন্তান হিসাবে মাতা-পিতার জন্য ফরিয়াদ করতেছি তোমার কাছে,
আমাদের দোয়াকে কবুল কর। আমিন।
Onek valo laglo…
জাযাকাল্লাহ