Breaking News
Home / ইসলাম ধর্ম / প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা

প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা

(২৪ ডটকম) 

 প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা

বিদআত এমন এক জগন্যতম অপরাধ যা থে তওবার তৌফিক নসিব হয়না।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

كل بدعت ضلالة و كل ضلالة في النار

  • অর্থাৎ প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা আর প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামে নিপতিত

নিম্নে এমন কিছু বিদআত উল্লেখ করা হয়েছে যা আমাদের দেশে বহুল প্রচলিত।

(১)কোন বুযুর্গের মাজারে ধুমধামের সহিত মেলা বসানো।

(২)উরস করা।

(৩)জন্িন ও মৃত্যু বার্ষিকী পালন করা।

(৪)মৃত ব্যক্তির কুলখানি (চতুর্থ দিনে ফুল শিরনি)করা।

(৫)মৃত ব্যক্তির চেহলাম (চল্লিশা)করা।

(৬)কবরের উপর চাদর দেয়া।

(৭)কবরের উপর ফুল(শ্রদ্ধাঞ্জলি)দেয়া।

(৮)কবর া করা।

(৯)কবরের উপর গম্বুজ বানানো।

(১০)মাযারে মিঠাই,শামিয়ানা,ইত্যাদি নজরানা মানা।

(১১)প্রচলিত মিলাদুন্নবী অনুষ্ঠান।

(১২)প্রচলিত কিয়াম করা।

(১৩)ের পর হাত উঠিয়ে দোয়া করা।

(১৪)র নামাজের পর জোরে জোরে কালিমা পাঠ,অতঃপর জানাযা নিয়ে যাওয়া।

(১৫)দাফনের পর কবরের পাশে আযান দেওয়া।

(১৬)ঈদের নামাজের পর মুআনাকা(কুলা) করা।

(১৭)আযানের পর হাত উঠিয়ে দোয়া করা।(আহসানুল ফাতওয়া ১/খ)

(১৮)আযান /ইকামাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম আসলে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখে লাগানো।

(১৯)রমজানের শেষ জুমাকে তুল বিদা নামকরণ করা।

(২০)কালিমা পাঠ করতে করতে মোনাজাত শেষ করা।

(২১)ের উপর কালিমা খচিত চাদর দেওয়া।

লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সোনাপুরী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কেন মানুষের অন্তর কঠোর হয়

যেসব কারণে অন্তর শক্ত হয়

কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ কলব মানুষকে কল্যাণের পথদেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে …

Powered by

Hosted By ShareWebHost