Breaking News
Home / জরুরী মাসাইল / ইসলামে গান-বাজনা শরয়ী বিধান

ইসলামে গান-বাজনা শরয়ী বিধান

(মুসলিমবিডি২৪ ডটকম)

ইসলামে গান-বাজনা শরয়ী বিধান

ইসলামী শরীয়তে গান-বাদ্য হারাম হওয়ার ব্যপারে উলামায়ে কিরামের কোন মতবিরোধ নেই।

দুররুল মা আরিফ গ্রন্থে বলা হয়েছে বাদ্যযন্ত্রের ব্যপারে সামান্য ব্যাখ্যা রয়েছে।যথা: বাদ্যযন্ত্র তিন প্রকার :

(১) ঐ সকল বাদ্যযন্ত্র যেগুলোকে ঘোষণা ইত্যাদির জন্য তৈরি করা হয়েছে। যেগুলো দ্বারা আনন্দ-ফুর্তি ক্রিড়া-কৌতুক ্দেশ্য নয়।

যেমন ঘন্টা,দামামা,নাকাড়া ইত্যাদি। এগুলো বাজানো জায়েয।

(২) ঐ সকল বাদ্যযন্ত্র যেগুলো আনন্দ-ফুর্তি,আমোদ-প্রমোদ ও ক্রিড়া-কৌতুকের উদ্দেশ্যে বানানো হয়েছে এবং সেগুলো দের প্রতিক।

যেমনঃ একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, গিটার, সারিন্দা ইত্যাদি। এগুলোর ব্যবহার সর্ম্মতিক্রমে হারাম।

(৩)ঐ সকল বাদ্যযন্ত্র যেগুলো আমোদ-প্রমোদ,ক্রিড়া-কৌতুকের জন্য বানানো হয়েছে। তবে সেগুলো ফাসেকদের প্রতিক নয়। যে়মন:বড় ঢোল।

এগুলোর ব্যপারে রহ:ও কতক সুফিয়ায়ে কিরাম বিভিন্ন শর্ত েক্ষে অনুমতি দেন।

গান বৈধ হওয়ার শর্তগুলো হল

(১) শুনানে ওয়ালা দাড়িবিহিন বালক কিংবা গায়রে মাহরাম না হতে হবে।

(২) পঠিত কবিতার বিষয়-বস্তু শরীয়ত পরি পন্থি না হতে হবে।

(৩) এর দ্বারা শুধু প্রান-প্রবনতা উদ্দেশ্য হবে ক্রিড়া-কৌতুকের উদ্দেশ্য না হতে হবে।

কিন্তু ফকিহগণের মতে ক্রিড়া-কৌতুক বা আমোদ-প্রমোদের জন্য নির্মিত সকল প্রকার বাদ্যযন্ত্র হারাম।

কুরআন থেকে দলীল

و من الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل لله بغير علم(القران) ইবনে আব্বাস রাঃ ও ইবনে মাসউদ রাঃ لهو الحديث  দারা গান-বাদ্য ও ক্রিড়া-কৌতুকের ব্যখ্যা করেছেন। অন্যত্র ইরশাদ হয়েছে।

واستفزز من استطعت منهم بصوتك الاية(القران)

বিশিষ্ট তাফসীরবিদ আল্লামা মুজাহিদ  রহ: বলেন صوتك  দারা গান-বাদ্য ও ক্রিড়া-কৌতুকের ব্যখ্যা করেছেন।

(تفسير روحالمعاني)

হাদিস থেকে দলীল

গান-বাদ্যের নিষিদ্ধতার উপর অসংখ্য হাদিস বর্নিত হয়েছে।

হযরত আবু মালিক/ আবু আমের আশআরি থেকে বর্ণিতঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে,

আমার ের মধ্যে এমন সম্প্রদায়ের আগমন ঘটবে যারা ,(অবৈধভাবে কামনা পূর্ন করা)রেশম,,এবং বাদ্যযন্ত্র (গান-বাদ্য)কে হালাল মনে করবে।

(২)আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ গান-বাদ্য মানুষের অন্তরে নেফাক বা কপটতা উৎপন্ন করে যেমনিভাবে পানি যমিনের মধ্যে শষ্য উৎপন্ন করে।

ফিকাহর  কিতাব থেকে দলিল

গান-বাদ্যের নিষিদ্ধতার উপর ফেকাহর কিতাবে প্রচুর স্পষ্ট বিবরণ রয়েছে।

প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী উল্লেখ আছে  বাযযারিয়া গ্রন্থে  কুরতুবি থেকে বর্ননা করেছেন ”

এই গান-বাদ্য,কাযিব(বাদ্যযন্ত্র বিশেষ) ও নাচ হারাম হওয়ার ব্যপারে ইমামগণের ইজমা সংঘটিত হয়েছে।  (و الله اعلم بالصواب)

লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সোনাপুরী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost