Breaking News
Home / হজ্ব / হজ্জে যাওয়ার সময় যে দ্রব্যসামগ্রী সঙ্গে নিবেন

হজ্জে যাওয়ার সময় যে দ্রব্যসামগ্রী সঙ্গে নিবেন

১. ব্যবহার্য জিনিপত্র : পাসপোর্ট-ভিসা,ডলার বা রিয়াল এন্ডোর্সমেন্ট, বিনে যাতায়াতের টিকিট, মুয়াল্লিম, ড্রাফট, হেলথ সার্টিফিট,

পরিচিতি কার্ড, ব্যাজ, এম্বারকেশন ফি, ভ্রমণ কর ইত্যাদি।

এছাড়া কোরবানি ও প্রয়োজনীয় বা অতিরিক্ত ের জন্য ডলার বা  রিয়াল। ২টি ফতুয়া।

২. পাঞ্জাবী ৩টা, পাজামা ৩টা, জাংগিয়া ২টা, গেঞ্জি ২টা, গামছা বা তোয়ালে ১টা, পকেট রুমাল ২টা, টুপি ২টা, গায়ের ১টা। লুঙ্গি ২টি।

৩. ইহরামের জন্য উত্তম লংক্লথ ৫ হাত করিয়া ২টা এবং ৬ হাত করিয়া ২টা।

গোসলের সাবান ২টা, ওয়াশিং পাউডার ২৪ প্যাকেট ও টয়লেট পেপার ২টি।

৪. ভেসলিন,  বডিলোশন, দাতের মাজন, পেস্ট মিনি, মেসওয়াক, ব্রাশ, সূচ-সুতা, না-চিরুণী,

রেজার, ব্লেড -কাচি, নেইল কাটার, মাথার তেল বা ক্রীম, কোমরের থলি এবং বেল্ট ইত্যাদি।

৫. ফল কাটার জন্য ১টি চাকু (ঐখানে কেনা যাবে) ফল্ডিং ছাটা ১টি।

৬. মেলামাইনের প্লেট-গ্লাস, চিড়া ৩ কেজি (গুরের পরিবর্তে খেজুর উত্তম)।

৭. হজ্জের কিতাব, অজিফার কিতাব, খাতা, বলপেন ও টেবিল চামচ ১টি।

৮. হাতব্যাগ, বহনযোগ্য ক্যানভাস বা রেক্সিন কিংবা সুটকেস ও নাইলনের নরম রশি কুড়ি মিটার। কমপক্ষে ২ মাসের ঔষধপত্র।

৯. ফিতাযুক্ত স্পঞ্জের স্যান্ডেল ২ জোড়া, পামসু ১ জোড়া, ছাতাও , হাতঘড়ি, চশমা (দুইটী)। মোবাইল,  ওরস্যালাইন ২০ টি প্যাকেট।

১০. আরাফা, মোজদালেফা, মিনায় ব্যবহার্য কাপড় বহনের জন্য পিঠে ঝুলানো ব্যাগ ২টি। ১টি ব্যাগ ও ১টি ছোট ব্যাগ।

১১. ভাল অজিফা ১টি, বিমানে ে পড়ার জন্য সূরা ইয়াছিন ও আর-রাহমান সূরার ছোট অজিফা সাথে নিবেন।

বিশেষ দ্রষ্টব্য

হাতব্যাগ, সুটকেস ও বেডিংপত্রের উপর বাংলাদেশের পতাকা, পাসপোর্ট নম্বরসহ নাম-ঠিকানা বড় অক্ষরে ইংরেজীতে অব্যশ্যই লিখিত হইবে।

নচেৎ এইগুলো হারাইয়া গেলে পাইবেন না। মসজিদে জুতা বহনের ছোট ব্যাগ ১টি।

নিজে যতটুকু বহন করিতে পারিবেন উহার বেশী সঙ্গে কিছু লইবেন না বা আনিবেন না। মনে রাখবেন, আপনার ব্যাগ আপনাকেই বইতে হবে।

যত দিন মক্কা িনায় থাকবেন ততদিন শুধু হাটার জন্য মানসিক প্রস্তুতি রাখাবেন। বিছানা-বালিশ, তোশক ও বদনা নেওয়ার দরকার নেই।

কেননা এগুলি প্রয়োজন মত ঘরের মালিকই সরবরাহ করিয়া থাকেন। পাথর রাখার ছোট ব্যাগ।

পত্রিকা- ম্যাগাজিন, বিজ্ঞান-পোস্টার, চাকু পান-সুপারী, খাদ্যদ্রব্য সাথে নিবেন না।

স্কুল ব্যাগে ২টি পাঞ্জাবী ২টি পাজামা,  গেঞ্জিও ২টি।  মিনা থেকে আরাফায় যাওয়ার সময় মিনায় তাবুতে রেখে যাবেন।

অন্য ছোট ব্যাগে ১ সেট ইহরামের কাপড়, টুথব্রাশ, গামছা ১ টি, বিছানার চাদর ঔষধপত্র থাকবে, আরাফা ও মুযদালিফায় ব্যবহারের জন্য।

২ লিটারের ১টি পানির বোতল নিবেন হারাম শরীফ থেকে জমজমের পানি রুমে আনবেন সারাদিন খাবেন।

মহিলাদের জন্য অতিরিক্ত কিছু জিনিস

শাড়ী ৩টা,  স্যালোয়ার ৪টা, কামিজ ৪টা, ব্লাউজ ৪টা, পেটিকোট ৩ টা, মাক্সি ২ টা, জাংগিয়ক ২টা, বড় ওড়না ৩টা, মাথার ক্যাপ ১টা, বোরকা ১টা, হেয়ার ব্যান্ড, চিরুনি, কসমেটিক ও মোজা ২ জোড়া।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

হজ্জ আদায় না করার পরিনতি

হজ্জ পালন না করার পরিনতি

(মুসলিমবিডি২৪ডটকম) হজ্জ আদায় করার সাওয়াব ও ফজিলত যেমন সীমাহীন,তেমনি ফরজ হজ্জ আদায় না করার ব্যপারে …

Powered by

Hosted By ShareWebHost