Breaking News
Home / ঈদুল আযহা ঈদুল ফিতর / কিভাবে ঈদের নামাজ পড়তে হয়

কিভাবে ঈদের নামাজ পড়তে হয়

প্রথম রাকাতে র পর তিনবার অতিরিক্ত তাকবীর বলবে এবং প্রত্যেক বার কান পর্যন্ত হাত উঠাবে।

অত:পর ছানা পড়বে, দ্বিতীয় রাকাতে ক্বেরাতের পরে ও রুকুর পূর্বে তিনবার অতিরিক্ত তাকবীর বলবে এবং প্রত্যেকবার হাত উঠাবে।

অত:পর রুকুর জন্য তাকবীর বলবে। রুকুর এই তাকবীর ঈদের নামজে ওয়াজিব।

তাই ছুটে গেলে সাহু সেজদা আবশ্যক হবে।

ইমামের সঙ্গে ঈদের নামাজ পাওয়া না গেলে তার কোন ক্বাযা নেই।

(কোন এলাকার) ইমাম এবং  সেখানকার অধিীদের সকলেই যদি কোন ওযরের ে প্রথম দিন ঈদুল ফিতরের নামাজ পড়েতে না পারে।

তাহলে দ্বিতীয় দিন তা আদায় করে নিবে, কিন্তু এর পরে আর পারবেনা।

অবশ্য ঈদুল আযহার নামাজ ১২ই জিল্ব পর্যন্ত দুরস্ত আছে।

ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের মধ্যে কোন পার্থক্য আছে কি?

ঈদুল আযহার নামাজ ঈদুল ফিতরের মতোই।

তবে পার্থক্য এতটুকু যে, ঈদুল আযহার দিন ঈদের নামাজের পর নিজের কুরবানির গোশত দিয়ে খানা খাওয়া মুস্তাহাব।

অবশ্য নামাজের পূর্বেও অন্য কিছু খাওয়া মাকরুহ নয়। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা জায়েজ নেই।

ঈদুও আযহায় ঈদগাহে চলার পথে তাকবীরে তাশরীক উচ্চ:স্বরে বলবে।

আইয়্যামে তাশরীক কতদিন এবং এর হুকুম কি?

ইমাম আযম রহ. এর মতে আরাফার দিনের (৯ই জিলহজ্ব) থেকে ঈদের দিন (১০ই জিলহজ্ব) আসর পর্যন্ত,

প্রত্যেক ফরয নামাজের পর (যা জামাতের সাথে আদায় করা হয়) মুকীমের জন্য তাকবীরে তাশরীক বলা ওয়াজিব।

সাহেবাইনের মতে ১৩ই জিলহজ্ব আসর পর্যন্ত তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। এর উপরই ফতোয়া দেওয়া হয়েছে।

কোন বা যদি মুকীমের সাথে এক্তেদা করে,তাহলে তার উপরও তাকবীরে তাশরীক বলা ওয়াজিব হয়ে যায়।

একবার উচ্চ:স্বরে বলবে-

(ু আকবর,আল্লাহু আকবর,লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হা)।

ইমাম সাহেব (ভূলক্রমে) তাকবীরে তাশরীক ছেড়ে দিলেও মুক্তাদীগণ ছাড়বেনা।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যায়

টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে

(মুসলিমবিডি২৪ডটকম) بسم الله الرحمن الرحيم সদকায়ে ফিতর যেহেতু আদায় করা হয় গরিবের প্রয়োজন পূরনের জন্য,তাই …

Powered by

Hosted By ShareWebHost