Breaking News
Home / দোয়া/প্রার্থনা / সকাল বিকাল যে দোয়া পড়লে নিশ্চিত জান্নাত

সকাল বিকাল যে দোয়া পড়লে নিশ্চিত জান্নাত

আমরা প্রত্যেহ কত গুনাহ করি তার কোন সিমা রেখা নেই।গুনাহ করতে করতে অন্তরকে কলোষিত করে ফেলেছি

যে অন্তর গুনাহ হতে পাক হবে তার প্রচুর মর্যাদা রয়েছে।

মিশকাত শরীফের ২০৬ নম্বর পৃষ্টার এক হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রা:হতে বর্ণিত আছে,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

التائب من الذنب كمن لا ذنب له

অর্থাৎ গুনাহ হতে তাওবাকারি ব্যক্তি এমন যেন সে গুনাহই করেনি।
উলামায়ে কিরাম বলেন তওবার ৪টি শর্ত রয়েছে।সেগুলো যেনে তাওবা করা।রাসুল সাঃ তাওবা শিখিয়ে দিয়েছেন।

اللهم انت ربي لا الَه الا انت خلقتني و انا عبدك وانا علي عهدك ووعدك ماستطعت ابوء لك بنعمتك علي و ابوء بذنبي فغفرلي فانه لا يغفر الذنوب الا انت

এই ইস্তিগফার যে দৈনিক বিশ্বাসের সাথে সকালে পরবে সন্ধার পূর্বে তার ইন্তেকাল হলে সে জান্নাতি তদ্রুপ বিকালে পরলে,সকাল হওয়ার পর্বে তার ইন্তেকাল হলে সে জান্নাতি।

About Anis Islam

সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান। যারা আহব্বানে নির্বিক,নির্ভয়ে সব করে দান।

Check Also

তওবা করার শর্ত কী?

তওবা করার শর্ত কী?

(মুসলিমবিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم মৃত্যু ঘনিয়ে আসার সময় তওবা করলে তওবা কবুল হবে কি? …

Powered by

Hosted By ShareWebHost