হাফেজ শামছুদ্দীন ছাখাবী (রহ.) লেখেন – জগদ্বিখ্যাত হাদীস বিশারদ ইমাম আবু আইয়ুব সুলাইমান ইবনে দাউদ শাজকুনী (রহ.) মৃত, ২৩৪ হি:) কে কেউ মৃত্যুর পরে স্বপ্ন সাক্ষাতে জিজ্ঞাসা করল –
আল্লহ তায়ালা আপনার সংঘে কেমন আচরণ করেছেন? তিনি বলেন – আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করে দিয়েছেন।
জিজ্ঞাসা করা হল, কোন আমলের বিনিময়ে? প্রত্যুত্তরে তিনি বললেন -! আমি একদিন স্পেনে যাচ্ছিলাম। পথে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হল।
আমার তখন একমাত্র চিন্তা হল – আমার সংঘে যে কয়টি কিতাব রয়েছে, এগুলো ভিজে গেলে সকল পুঁজিই গচ্ছা যাবে। আশেপাশে আশ্রয় নেওয়ার মত তেমন কোন ছাদ কিংবা ছাউনি ছিলনা।
আমি আমার শরীরকে রুকুরত অবস্থায় ন্যয় দুমড়ে দুভাগ করে কিতাব গুলোকে ঢেকে রাখলাম।
যাতে যথা সম্ভব বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। সারা রাত বৃষ্টি চলছিল,আর আমিও সারাটি রাত ঐ অবস্থায় কাটিয়েছি।
সকালে বৃষ্টি বন্ধ হওয়ার পর আমি সোজা হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ তায়ালা আমাকে এ আমলটির উসিলায় মাফ করে দিয়েছেন।
ফাতহুল মুগীছ-১৫৭
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

