Home / শিক্ষনীয় গল্প / একটি আশ্চর্য ঘটনা

একটি আশ্চর্য ঘটনা

(মুসলিমবিডি২৪ডটকম)

একটি আশ্চর্য ঘটনা

আল্লাহ তায়া'লা দুনিয়াতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি।  চাই তা ছোট হোক বা বড়। আমাদের পছন্দসই

হোক বা অপছন্দ।  সেটাতে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। সে সম্পর্কিত একটি আশ্চর্য

। আল্লামা কাজবিনী (রহ.) একটি সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। কোন এক ব্যক্তি গোবরে পোকা দেখে বলে,

আল্লাহ পাক এ গোবরে পোকাকে সৃষ্টি করলেন কেন? এর সৌন্দর্যতা বা এর সুগন্ধির কারণে কি সৃষ্টি করেছেন?

অর্থাৎ লোকটি এর সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছিল। তার প্রশ্নটি ছিল উপর সরাসরি আপত্তি উত্থাপন।

(নাউজুবিল্লাহ) সুতরাং আল্লাহ তাআলা লোকাটিকে। এক মারাত্মক যখমে পতিত করলেন। যখমটি এমনই মরাত্মক

ছিল যে, সেই সময় চিকিৎসকগণ এর র ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে গেলেন। লোকটিও চূড়ান্ত পর্যায়ে

ভেঙে পড়ল। এক পর্যায়ে চিকিৎসা ছেড়ে ঘরে বসে রইল। হঠাৎ একদিন সে একজন চিকিৎসকের আওয়াজ

শুনল। চিকিৎসক বাইরের ওলি-গলিতে ডাকাডাকি করছিল। এবং মানুষের চিকিৎসা করতে বলছিল। অসুস্থ

লোকটি তার পরিবারের লোকদেরকে বলল, চিকিৎসককে এনে আমার স্থান দেখাও। পরিজনরা বলল, তুমি তো

বহু বিজ্ঞ চিকিৎসক দিয়েই চিকিৎসা করিয়েছ কিন্তু কোনো কাজে আসল না। রাস্তায় রাস্তায় ডেকে যে লোক

চিকিৎসা করে সে তোমার কি চিকিৎসা করবে? লোকটি বলল, এক দেখলে তাতে তোমাদের এমনকি ক্ষতি?

সুতরাং অপারগ হয়ে পরিজনরা চিকিৎসককে ক্ষত স্থান দেখাল। হাকীম ক্ষত দেখে বলল, একটি গোবরে পোকা

নিয়ে আস। এ শুনে লোকেরা হাসতে লাগল এবং বলতে লাগল, আমরা েই বলেছিলাম, এ হাতুড়ে

ডাক্তার কি চিকিৎস করবে? কিন্তু রোগী গোবরে পোকার কথা শুনে তার পূর্বের কথা স্বরণ হয়ে গেল। সুতরাং রোগী

বলল, হাকীম সাহেব যা চেয়েছেন তার ব্যবস্থা কর। সুতরাং তারা একটি গোবরে পোকার ব্যবস্থা করে

চিকিৎসকের হাতে দিল। হাকীম সাহেব গোবরে পোকাটি জ্বালিয়ে এর ছাই রোগীর ক্ষতস্থানে লাগির দিলেন।

আল্লাহর হুকুমে ক্ষতস্থান শুকিয়ে গেল। তারপর রোগী অন্যান লোকদেরকে তার আগা-গোড়া বর্ণনা করে

বলল, আমাকে এটা দেখান আল্লাহ পাকের ইচ্ছা ছিল। অতি ঘৃণিত সৃষ্টিও মহা ের কাজে লাগে। সুতরাং

আল্লাহ তাআলা কোন বস্তুই অনর্থক সৃষ্টি করেন নাই

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

টিউশনির গল্প

টিউশনির গল্প

(মুসলিমবিডি২৪ডটকম) আমি এক student পড়াই। ক্লাস ফাইভে পড়ে। তবে আমি তাকে কুরআন মজিদ পড়াই। তাদের …

Powered by

Hosted By ShareWebHost