(মুসলিমবিডি২৪ডটকম)
আল্লাহ তায়া'লা দুনিয়াতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। চাই তা ছোট হোক বা বড়। আমাদের পছন্দসই
হোক বা অপছন্দ। সেটাতে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। সে সম্পর্কিত একটি আশ্চর্য
ঘটনা। আল্লামা কাজবিনী (রহ.) একটি সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। কোন এক ব্যক্তি গোবরে পোকা দেখে বলে,
আল্লাহ পাক এ গোবরে পোকাকে সৃষ্টি করলেন কেন? এর সৌন্দর্যতা বা এর সুগন্ধির কারণে কি সৃষ্টি করেছেন?
অর্থাৎ লোকটি এর সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছিল। তার প্রশ্নটি ছিল আল্লাহর উপর সরাসরি আপত্তি উত্থাপন।
(নাউজুবিল্লাহ) সুতরাং আল্লাহ তাআলা লোকাটিকে। এক মারাত্মক যখমে পতিত করলেন। যখমটি এমনই মরাত্মক
ছিল যে, সেই সময় চিকিৎসকগণ এর চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে গেলেন। লোকটিও চূড়ান্ত পর্যায়ে
ভেঙে পড়ল। এক পর্যায়ে চিকিৎসা ছেড়ে ঘরে বসে রইল। হঠাৎ একদিন সে একজন চিকিৎসকের আওয়াজ
শুনল। চিকিৎসক বাইরের ওলি-গলিতে ডাকাডাকি করছিল। এবং মানুষের চিকিৎসা করতে বলছিল। অসুস্থ
লোকটি তার পরিবারের লোকদেরকে বলল, চিকিৎসককে এনে আমার ক্ষত স্থান দেখাও। পরিজনরা বলল, তুমি তো
বহু বিজ্ঞ চিকিৎসক দিয়েই চিকিৎসা করিয়েছ কিন্তু কোনো কাজে আসল না। রাস্তায় রাস্তায় ডেকে যে লোক
চিকিৎসা করে সে তোমার কি চিকিৎসা করবে? লোকটি বলল, এক নজর দেখলে তাতে তোমাদের এমনকি ক্ষতি?
সুতরাং অপারগ হয়ে পরিজনরা চিকিৎসককে ক্ষত স্থান দেখাল। হাকীম ক্ষত দেখে বলল, একটি গোবরে পোকা
নিয়ে আস। এ কথা শুনে লোকেরা হাসতে লাগল এবং বলতে লাগল, আমরা প্রথমেই বলেছিলাম, এ হাতুড়ে
ডাক্তার কি চিকিৎস করবে? কিন্তু রোগী গোবরে পোকার কথা শুনে তার পূর্বের কথা স্বরণ হয়ে গেল। সুতরাং রোগী
বলল, হাকীম সাহেব যা চেয়েছেন তার ব্যবস্থা কর। সুতরাং তারা একটি গোবরে পোকার ব্যবস্থা করে
চিকিৎসকের হাতে দিল। হাকীম সাহেব গোবরে পোকাটি জ্বালিয়ে এর ছাই রোগীর ক্ষতস্থানে লাগির দিলেন।
আল্লাহর হুকুমে ক্ষতস্থান শুকিয়ে গেল। তারপর রোগী অন্যান লোকদেরকে তার কাহিনী আগা-গোড়া বর্ণনা করে
বলল, আমাকে এটা দেখান আল্লাহ পাকের ইচ্ছা ছিল। অতি ঘৃণিত সৃষ্টিও মহা ঔষধের কাজে লাগে। সুতরাং
আল্লাহ তাআলা কোন বস্তুই অনর্থক সৃষ্টি করেন নাই