(মুসলিমবিডি২৪ডটকম)
- জানাযার নামায: জানাযার নামায ফরযে কেফায়া। অর্থাৎ অনাদায়ে গ্রামের সকলেই গুনাহগার হইবে। অবশ্য কিছু
সংখ্যক লোক জানাযার নামায আদায় করিলেও ফরয আদায় হয়ে যাবে। তাতে অনুপস্থিত গ্রামবাসী আর
গুনাহগার হবে না।
জানাযার নামাযে দুইটি কাজ ফরয:
১। চারবার আল্লাহু আকবার বলা। ২। দাঁড়িয়ে নামায আদায় করা।
জানাযার নামাযে তিনটি কাজ সুন্নত:
১। প্রথম তাকরীরের পর ছানা পড়া। ২। দ্বিতীয় তাকবীরের পর দরূদ শরীফ পড়া। ৩। তৃতীয় তাকবীরের
পর মাইয়িতের জন্য দু’আ করা।
জানাযার নামায আদায় করার নিয়ম:
মৃত ব্যক্তিকে সামনে রাখে ইমাম তার সীনা (বক্ষ) বরাবর দাঁড়াবে এবং সবাই নিয়ত করবে, ‘আমি আল্লাহ পাকের
জন্য জানাযার ফরযে কেফায়া নামায আদায় করিতেছি এবং এই মাইয়িতের জন্য দু’আ করিতেছি’। অতঃপর
‘আল্লাহ আকবার’ বলে নামাযের ন্যায় হাত বাঁধবে। আর সানা পড়বে।
সানা:
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ
ثَنَاؤُكَ وَلَا إِلٰهَ غَيْرُكَ. (الموطا إمام مالك، ص ٧٩)
তারপর পুনরায় আল্লাহ আকবার বলে দরূদ শরীফ পাঠ করবে।
দরূদ শরীফ:
اللَّهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ
عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ
حَمِيدٌ مَجِيد . (صحيح البخاري، الرقم: ٦٣٥٧)
অতঃপর পুনরায় তৃতীয় তাকবীর বলে এই দু’আ পড়বে।
দু’আ:
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ
وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ. (المستدرك ، الرقم : ١٣٥٧)
বি. দ্র. উল্লিখিত দু’আটি প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা উভয়ের জন্য। চতুর্থ তাকবীরের পর ‘আসসালামু
আলাইকুম’ বলে নামায শেষ করবে। যদি মাইয়িত নাবালেগ ছেলে হয়, তখন তৃতীয় তাকবীরের পরের দু’আর
স্থলে এই দু’আটি পড়বে:
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا أَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهُ لَنَا
شَافِعًا وَّ مُشَفَّعًا. (صحيح البخاري ، الرقم : ١٣٣٥)
আর যদি মাইয়িত নাবালিগা মেয়ে হয়, তখন এই দু’আটি পড়বে:
اللّٰهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًا وَّاجْعَلْهَا لَنَا أَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهَا لَنَا
شَافِعَةً وَّمُشَفَّعَةً. (صحيح البخاري، الرقم : ١٣٣٥)