Home / জরুরী মাসাইল / জানাযার নামাজ পদ্ধতি ও দোয়া

জানাযার নামাজ পদ্ধতি ও দোয়া

(মুলিমবিডি২৪ডটকম)

জানাযার নামাজ পদ্ধতি ও দোয়া

  1. জানাযার : জানাযার নায ফরযে কেফায়া। অর্থাৎ অনাদায়ে গ্রামের সকলেই গুনাহগার হইবে। অবশ্য কিছু

সংখ্যক লোক জানাযার নামায আদায় করিলেও ফরয আদায় হয়ে যাবে। তাতে অনুপস্থিত গ্রামবাসী আর

গুনাহগার হবে না।

জানাযার নামাযে দুইটি কাজ ফরয:

১। চারবার আল্লাহু আকবার বলা। ২। দাঁড়িয়ে নামায আদায় করা।

জানাযার নামাযে তিনটি কাজ সুন্নত:

১। তাকরীরের পর ছানা । ২। দ্বিতীয় তাকবীরের পর দরূদ শরীফ পড়া। ৩। তৃতীয় তাকবীরের

পর মাইয়িতের জন্য দু'আ করা।

জানাযার নামায আদায় নিয়ম:

মৃত ব্যক্তিকে সামনে রাখে তার সীনা (বক্ষ) বরাবর দাঁড়াবে এবং সবাই নিয়ত করবে, ‘আমি আল্লাহ পাকের

জন্য জানাযার ফরযে কেফায়া নামায আদায় করিতেছি এবং এই মাইয়িতের জন্য দু'আ করিতেছি'। অতঃপর

‘আল্লাহ আকবার' বলে নামাযের ন্যায় হাত বাঁধবে। আর সানা পড়বে।

সানা:

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ

ثَنَاؤُكَ وَلَا إِلٰهَ غَيْرُكَ. (الموطا إمام مالك، ص ٧٩)

তারপর পুনরায় আল্লাহ আকবার বলে দরূদ শরীফ পাঠ করবে।

দরূদ শরীফ:

اللَّهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ

عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ

حَمِيدٌ مَجِيد . (صحيح البخاري، الرقم: ٦٣٥٧)
অতঃপর পুনরায় তৃতীয় তাকবীর বলে এই দু'আ পড়বে।

দু'আ:

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَاُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ

وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ. (المستدرك ، الرقم : ١٣٥٧)

বি. দ্র. উল্লিখিত দু'আটি প্রাপ্ত বয়স্ক ও মহিলা উভয়ের জন্য। চতুর্থ তাকবীরের পর ‘আসসালামু

আলাইকুম' বলে নামায শেষ করবে। যদি মাইয়িত নাবালেগ হয়, তখন তৃতীয় তাকবীরের পরের দু'আর

স্থলে এই দু'আটি পড়বে:

اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا أَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهُ لَنَا

شَافِعًا وَّ مُشَفَّعًا. (صحيح البخاري ، الرقم : ١٣٣٥)

আর যদি মাইয়িত নাা মেয়ে হয়, তখন এই দু'আটি পড়বে:

اللّٰهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًا وَّاجْعَلْهَا لَنَا أَجْرًا وَّذُخْرًا وَّاجْعَلْهَا لَنَا

شَافِعَةً وَّمُشَفَّعَةً. (صحيح البخاري، الرقم : ١٣٣٥)

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

জানাযার পর হাত তুলে সম্মিলিত মোনাজাতের বিধান

(Muslimbd24.com) পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে নিয়মিত মোনাজাতের ন্যায় অনেক স্থানে জানাজার নামাজের পরে মোনাজাতের …

Powered by

Hosted By ShareWebHost