Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলাম / রিংটোন হিসেবে তেলাওয়াত,আযান ও যিকির

রিংটোন হিসেবে তেলাওয়াত,আযান ও যিকির

( ২৪.কম) 

রিংটোন হিসেবে তেলাওয়াত আযান ও যিকির

بسم الله الرحمن الرحيم

রিংটোন হিেবে তেলাওয়াত আযান ও যিকির উচিত নয় 

তেলাওয়াত, আযান ও যিকির ইত্যাদি সবই ইবাদত এবং সওয়াবের । প্রত্যেক ইবাদতের কাজের নির্ধারিত।

মনগড়া অর্থাৎ, নিজের খেয়াল খুশীমতো এই সব কাজ করলে তা ইবাদত হবে না এবং তাতে সওয়াব ও হবে না।

মোবাইল ফোনের রিংটোনে এসবের ব্যবহার অপব্যবহারের শামিল। মোবাইল ফোনে কল এলে কুরআন তেলাওয়াত হতে থাকলে,

ব্যস্ততার দরুন তেলাওয়াতের প্রতি অনেক ক্ষেত্রেই মনোযোগ দেয়া হয় না। অথচ তেলাওয়াতের আদব হলো মনোযোগ দিয়ে শুনা।

কল এলে যেহেতু রিসিভের জন্য ব্যস্ততা সৃষ্টি হয় এবং এটিই মূল ্দেশ্য, তাই আয়াতের ঝখানে রিসিভ করার ে তার মাঝখানে কাটা পড়ে।

এবং শব্দ ও আয়াতের পূর্ণ উচ্চারণ হয় না । আর একারণে অর্থ বিকৃত হয়ে যায়। আবার মোবাইল নিয়ে টয়লেটে কিংবা বাথরুমে প্রবেশের,

পর কল এলে অফ অ স্থানে তা'আলার পবিত্র কালাম, যিকির বা আযানের  ধ্বনি বেজে উঠে।

এতে করে পবিত্র কালামের বেহুরমতি হয়। কাজেই তেলাওয়াত, আযান যিকির, হামদ্ ও নাত ইত্যাদি মোবাইল রিংটোন হিসেবে ব্যবহার উচিত নয়।

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost