Home / জরুরী মাসাইল / সূরা ফাতেহার কিছু অংশ নিঃশব্দে পড়লে তার হুকুম

সূরা ফাতেহার কিছু অংশ নিঃশব্দে পড়লে তার হুকুম

()

সূরা ফাতেহার কিছু অংশ নিঃশব্দে পড়লে তার হুকুম

প্রশ্ন: ইাহেব যদি সুরায়ে ফাতেহার কিছু অংশ (জেহরি াজে) নিঃশব্দে পড়ে ফেলেন, তারপর তাঁর

স্মরণ হলে অথবা উ লুকমা দিলে তিনি কি সশব্দে আবার প্রথম থেকে পড়বেন, নাকি শুধু পরের অংশটুকু

সশব্দে পড়লেই চলবে?

সমাধান: নির্ভরযোগ্য মতানুসারে পরের অংশটুকু থেকেই সশব্দে পড়তে । সুরায়ে ফাতেহা পুনরায় মারুহ।

নিঃশব্দে যতটুকু পড়েছেন, তা আবার না পড়া চাই। পড়লে নামাজ পুনরায় পড়ে নেয়া উত্তম। (আহসানুল

ফাতাওয়া-৩/৮৫)

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

জানাযার পর হাত তুলে সম্মিলিত মোনাজাতের বিধান

(Muslimbd24.com) পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে নিয়মিত মোনাজাতের ন্যায় অনেক স্থানে জানাজার নামাজের পরে মোনাজাতের …

Powered by

Hosted By ShareWebHost