প্রশ্ন: ইমাম সাহেব যদি সুরায়ে ফাতেহার কিছু অংশ (জেহরি নামাজে) নিঃশব্দে পড়ে ফেলেন, তারপর তাঁর
স্মরণ হলে অথবা কেউ লুকমা দিলে তিনি কি সশব্দে আবার প্রথম থেকে পড়বেন, নাকি শুধু পরের অংশটুকু
সশব্দে পড়লেই চলবে?
সমাধান: নির্ভরযোগ্য মতানুসারে পরের অংশটুকু থেকেই সশব্দে পড়তে হবে। সুরায়ে ফাতেহা পুনরায় পড়া মারুহ।
নিঃশব্দে যতটুকু পড়েছেন, তা আবার না পড়া চাই। পড়লে নামাজ পুনরায় পড়ে নেয়া উত্তম। (আহসানুল
ফাতাওয়া-৩/৮৫)