Breaking News
Home / ইসলামিক নিউজ / যে কারণে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা হয়

যে কারণে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা হয়

টার্গেট এখন মুসলিম মেয়েরা

 টার্গেট এখন মুলিম মেয়েরা…!!

সাম্প্রদায়িক উস্কানী নয়; বরং উম্মাহর মেয়েদের ্ক করাই আমাদের লক্ষ্য।

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে রিলেশন থেকে শুরু করে যিনা, ব্যভিচার এবং পরকীয়া।

এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই৷

উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে।

মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়।

একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার।

হে উম্মাহর মেয়েরা! অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি।কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরতে চাই৷

আপনি ভাবছেন এতে মন্দ কী? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে!

 

প্রিয় বোন কী নির্বোধ বোকা আপনি! বান্দা তার রবের কাছে আসবে৷ তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন?

আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না?

ইসলামে আপনার জন্য ের সাথে বলা জায়েয করেনি। আপনার শুরুটাই তো অবৈধ।

আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালে লাগে না৷ সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ,

সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়; তবে তাকে আপনি নয়;

বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন। আপনার ভার্সিটি কিংবা আপনি যে করেন;

সেখানে অনেক পুরুষ আছে। অনেক আলেম আছে, সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে?

বুঝে নিন নিশ্চিত এখানেও কোনো ষড়যন্ত্র আছে, তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা।

 

বর্তমানে এমন একটি চক্র আছে। যারা মুসলিম মেয়েদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে, তাদের নোংরা উদ্দেশ্য পূরণ করে।

 

তাদের টার্গেট মুসলিম মেয়েরা এবং মুসলিম মেয়েদের জীবন নরক বানানো৷ মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না, তারা সেটা জানে৷

তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত। এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী।

তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির মেয়েরা।

হে উম্মাহর মেয়েরা! আপনার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েয নেই। হোক সে মুসলিম কিংবা অমুসলিম।

তাই নিজেকে হেফাজত করুন এবং শরীয়তের বিধান মেনে চলুন। এদের বিষয়ে সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন।

আরো পড়ুনঃ কেমন জীবন সঙ্গী নির্বাচন করবে, ছেলেরা মেয়েদের সাথে চ্যাট করা যায়েজ হবে কি

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ?MD AFJALツ ফলো করুন।

Check Also

সিলেটে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান সিলেট মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনালে ভর্তি চলছে

?? ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!?? ? প্রতিষ্ঠার প্রথম বছরই ??জাতীয় পুরস্কারপ্রাপ্ত!সিলেটে আলোড়ন সৃষ্টিকারী …

Powered by

Hosted By ShareWebHost